শীঘ্রই শেষ হতে চলেছে বাংলাদেশ ঘরোয়া লিগের মৌসুম। তাই ২০২৪-২০২৫ মৌসুমের খেলোয়াড় ট্রান্সফার নিয়ে জল্পনা (Transfer Rumour) শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে জানা গিয়েছে ঢাকার বিখ্যাত ক্লাব আবাহনী লিমিটেড (Dhaka Abahani) ছাড়ছেন জামাল ভুঁইয়া (Jamal Bhuyan)। তিনি যেতে পারেন ঢাকার আরেক ঐতিহ্যবাহী ক্লাব শেখ জামালে।
Robinson Singh: একুশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকারের জন্য আগ্রহী একাধিক ক্লাব!
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়ো থেকে ফিরে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে নাম লিখিয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আকাশী-নীল জার্সি পরে তেমন খেলার সুযোগ পাননি বেশিরভাগ সময় কাটিয়েছেন বেঞ্চে । এনিয়ে ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের আফসোসও করেছেন।
East Bengal: মোটা টাকার বিনিময়ে আপুইয়াকে নিলেও কি লাভ হবে ইস্টবেঙ্গলের ?
জামাল ভুঁইয়াকে দলে নেয়া প্রসঙ্গে শেখ জামাল কর্তৃপক্ষ এখনও অফিসিয়াল কিছু জানায়নি। তবে আগামী মৌসুমে নিজেদের মিডফিল্ড শক্ত করার প্রয়াস থেকেই মূলত জামাল ভুঁইয়ার দলবদলের পালে হাওয়া লাগে।