শিল্ড এবং Durand Cup জয়ী ভারতীয়কে নিয়ে উদ্বেগ

Devendra Murgaonkar

এখনও পুরো দমে মরসুম শুরু হয়নি। ইতিমধ্যে একাধিক ফুটবলারকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে প্রশ্ন। মূলত খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারে ইন্ডিয়ান সুপার লীগের বিভিন্ন ক্লাবের সমর্থকদের মনে প্রশ্ন রয়েছে। অতীতে Durand Cup, শিল্ড জয়ী এক ফুটবলারকে কেন্দ্র করেও উঠতে শুরু করেছে প্রশ্ন।

Advertisements

এফসি গোয়ার সমর্থকদের একাংশ Devendra Murgaonkar – কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের ধারণা, দেবেন্দ্র হয়তো চোটের কবলে পড়েছেন। সত্যি কি তাই, কেমন আছেন Devendra Murgaonkar?

   

ভারতের জাতীয় দলের জার্সি পরে কখনও খেলা হয়নি দেবেন্দ্রর। তবে ক্লাব পর্যায়ের ইতিমধ্যে পেয়েছেন একাধিক সাফল্য। বয়সে তরুণ এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব এফসি গোয়ার হয়ে বেশ কিছু গুরু্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছেন। পানাজির এই ফুটবলারের বয়স এখন ২৪ বছর। খেলেন মূলত আক্রমণ ভাগে। ফরোয়ার্ড এবং উইং, এই দুই পজিশনেই খেলতে পারেন Devendra Murgaonkar। এফসি গোয়ার হয়েই একাধিক সাফল্য পেয়েছেন সালগাওকর থেকে উঠে আসা এই ফুটবলার।

সালগাওকরের হয়ে খেলার সময় ফুটবল প্রেমীদের নজরে পড়েছিলেন দেবেন্দ্র। প্রচুর গোল করেছিলেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্লাবের হয়ে। ৫৪ ম্যাচে ৪৭ গোল করার পর এসেছেন এফসি গোয়ায়। সম্প্রতি তার স্বাস্থ্যের ব্যাপারে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি চোট সমস্যার মধ্যে নেই বলেই জানা যাচ্ছে। বরং পেটের সমস্যায় ভুগছিলেন বলে কেউ কেউ দাবি করছেন। বিষয়টা উদ্বেগের নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements