Lok Sabha Elections: লোকসভা ভোটে তৃণমূল বিপর্যয়ের আশঙ্কা কুণালের

কলকাতা: ৫ বছর আগে, ২০১৯ সালের লোকসভা ভোটে (Lok Sabha Elections) বড় বিপর্যয় দেখেছে তৃণমূল। ৪২ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে থামতে হয়ে ছিল বাইশে। ২০২৪ লোকসভা…

Kunal Ghosh Expresses Concerns Over TMC's Prospects in Upcoming Lok Sabha Elections

কলকাতা: ৫ বছর আগে, ২০১৯ সালের লোকসভা ভোটে (Lok Sabha Elections) বড় বিপর্যয় দেখেছে তৃণমূল। ৪২ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে থামতে হয়ে ছিল বাইশে। ২০২৪ লোকসভা ভোটেও কি একই ফল হবে? এমনই আশঙ্কা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh )।

বৃহস্পতিবার রাতের দিকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কুণাল। লিখেছেন, “নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে, আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না।”

কাকে বা কাদের নিশানা করছেন তা স্পষ্ট নয়। কিন্তু কুণাল ঘোষের পোস্ট ঘিরে সরগরম রাজনীতি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট চাওয়া কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে প্রচার- তৃণমূলের পুরোনো কৌশল। ২০১৬ বিধানসভা ভোটের মুখে নারদ নিউজের ভিডিও সামনে আসে। তারপর খোদ দলনেত্রী বলেন যে ২৯৪ কেন্দ্রে তিনিই প্রার্থী। একুশের ভোটেও একই ছবি দেখেছে বাংলা।

তৃণমূলের একাংশের দাবি, এই রীতি ভালো চোখে দেখছেন না কর্মীরা। তৃণমূল নেতৃত্বের একাংশও ক্ষুব্ধ। এ নিয়ে জোর চর্চা চলছে। এরই মাঝে কুণাল ঘোষের পোস্ট ঘিরে শোরগোল।

রহস্য জটিল হয়েছে কুণাল ঘোষের পোস্টে কোনও নেতার নাম না থাকায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন নয়। ২০১১ সালের আগেও দেখা গিয়েছে। কুণাল ঘোষের মতো নেতারা সেসব আড়াল করেছেন। কিন্তু সোশাল মিডিয়ায় পোস্ট কেন? এ তো হাটে হাড়ি ভাঙার মতে ঘটনা। তৃণমূলের একাংশের দাবি, এই পোস্টের মাধ্যমে নেতাকর্মীদের কড়া দিয়েছেন।