Weather: ৩০-৪০ কিমি বেগে বইবে হাওয়া, ঝেঁপে বৃষ্টি আসছে, তৈরি থাকুন

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। সকালের দিকে ঠাণ্ডার একটা হালকা আমেজ থাকলেও দুপুর হতে না হতেই কর্পূরের মতো সেই ঠাণ্ডা আবহাওয়া যেন উবে যায়। ফলে…

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। সকালের দিকে ঠাণ্ডার একটা হালকা আমেজ থাকলেও দুপুর হতে না হতেই কর্পূরের মতো সেই ঠাণ্ডা আবহাওয়া যেন উবে যায়। ফলে বেলা গড়াতেই আচমকা সঙ্গী হয় অস্বস্তিকর আবহাওয়া (Weather)। তবে এবার কিছুটা হলেও আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সপ্তাহান্তেই ধেয়ে আসছে তুমুল বৃষ্টি। ছাতাতেও সেই বৃষ্টি আটকানো যাবে না বলে কার্যত ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

দাপট দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা হাওয়া, সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনাও রয়েছে। আজ মার্চ মাসের ১ তারিখ অর্থাৎ নতুন মাসের শুরু। আজ শুক্রবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কিছু জানেন? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। অন্য দিকে, সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে। শনি, রবি, সোম বৃষ্টি হবে। দোসর হবে বজ্রবিদ্যুৎ ও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

এছাড়া আগামীকাল শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। অন্যদিকে তুমুল বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন।