Loksabha Election 2024: ভোটের অনেক আগেই স্কুলে কেন্দ্রীয় বাহিনি, বিপাকে পড়ুয়ারা

Loksabha Election 2024: চরম বিপাকে স্কুল পড়ুয়ারা। লোকসভা নির্বাচন আসন্ন। এমন পরিস্থিতিতে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবং তারা এসে আশ্রয় নিয়েছে স্কুলে। এতে…

Central Forces Deployed in Schools Raises Concerns for Students Ahead of Polls

Loksabha Election 2024: চরম বিপাকে স্কুল পড়ুয়ারা। লোকসভা নির্বাচন আসন্ন। এমন পরিস্থিতিতে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবং তারা এসে আশ্রয় নিয়েছে স্কুলে। এতে বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন। বেথুন কলেজিয়েট স্কুলে এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে। স্কুলের পক্ষ থেকে হোয়াটসয়্যাপ গ্রুপে নোটিশ দিয়ে কেন্দ্রীয় বাহিনী আসার ব্যাপারটি জানানো হয়েছে।

ক্লাসরুমে এসে কেন্দ্রীয় বাহিনি বিশ্রাম নেওয়ায় পড়শোনা বন্ধ। কিছুদিন আগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হওয়ায় এমনিতেই বেশ কিছুদিন ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ ছিল। স্কুল খুলতেই কেন্দ্রীয় বাহিনির বিজ্ঞপ্তি জারি হওয়ায় হতাশ পড়ুয়া থেকে অভিভাবকেরা।

সেন্ট্রাল ফোর্সকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়নি, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন বাদে নির্বাচন এবং তারপর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত কি স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে– সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সিলেবাস শেষ হবে কিনা সে বিষয়েও ধোঁয়াশায় শিক্ষক শিক্ষিকারা। যদিও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা চালু থাকবে।

বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করেন, পড়াশোনা বন্ধ করে কেন্দ্রীয় বাহিনিকে স্কুলে আশ্রয় দেওয়া ঠিক নয়। তার কথায়, ‘স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা অনুচিত এবং অন্যায়। কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে জানা উচিত, ভাবা উচিত’। তাহলে কি ভোটের ডিউটি করতে আসা কেন্দ্রীয় বাহিনিকে অন্যত্র সরিয়ে আবার ক্লাস চালু হবে বেথুন কলেজিয়েট স্কুলে? সেটাই এখন দেখার।