বোর্ড গঠনে উত্তপ্ত ফুরফুরা, পুলিশকে হুমকি নওশাদের

হুগলির জাঙ্গিপাড়ায় পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত ফুরফুরা। ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, উঠেছে বোমাবাজির অভিযোগ। পুলিশকে…

হুগলির জাঙ্গিপাড়ায় পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত ফুরফুরা। ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, উঠেছে বোমাবাজির অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতির মধ্যে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বচসার সময়ে এক পুলিশকর্মীকে তুই তাকারি করে নওশাদ। পুলিশকর্মীর দিকে আঙুল উঁচিয়ে নওশাদকে বলতে শোনা যায়, ‘আপনার বাঁদরামি আমি ছুটিয়ে ফেলব।’

উল্লেখ্য , ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন। সেখানে ২৯টি আসন রয়েছে। ২৯টির মধ্যে ২৪টি আসন পেয়েছে তৃণমূল। বাম-আইএসএফ মিলিতভাবে পেয়েছে পাঁচটি আসন। কিন্তু ভোটের পরে এলাকায় ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জাঙ্গিপাড়ার বিডিও-কে তলব করা হয়েছিল। সেই মামলা আদালতে বিচারাধীন। এরই মধ্যে এদিন তৃণমূল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়।

সকাল থেকেই ব্যাপক উত্তেজনা এলাকায়। শাসক দলের জয়ী প্রার্থীদের বোর্ড গঠন যাতে না করতে পারে তাই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ । বিশাল পুলিশ বাহিনী এলাকায় এসে অশান্তির সঙ্গে যুক্তদের এলাকা থেকে হঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এরই মধ্যে দেখা যায় এক পুলিশকর্মী আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বাড়ির দিকে ঢিল ছুড়ছেন। এই নিয়ে নওশাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। পুলিশের দাবি, ঢিল ছোড়া হয়নি। অন্যদিকে, নওশাদের দাবি তার বাড়িতে ইট ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।