Roy Krishna: বেঙ্গালুরু ছেড়ে কোথায় যেতে চলেছেন রয়কৃষ্ণা? বিস্তারিত জানুন

ভারতীয় ফুটবল তথা হিরো ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল ফুটবলারদের মধ্যে একজন হলেন ফিজিয়ান তারকা রয়কৃষ্ণা (Roy Krishna)। প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলে ম্যাচের রঙ বদলে দিতে পারেন এক নিমেষে। সেই কারণে প্রতিপক্ষ যেমনই হোক না কেন রয়কৃষ্ণাকে সমীহ করে চলত সকলেই।

Roy Krishna birthday celebration

ভারতীয় ফুটবল তথা হিরো ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল ফুটবলারদের মধ্যে একজন হলেন ফিজিয়ান তারকা রয়কৃষ্ণা (Roy Krishna)। প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলে ম্যাচের রঙ বদলে দিতে পারেন এক নিমেষে। সেই কারণে প্রতিপক্ষ যেমনই হোক না কেন রয়কৃষ্ণাকে সমীহ করে চলত সকলেই।

ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলে ও পরবর্তীকালে এটিকে মোহনবাগানে ও খেলতে দেখা যায় তাঁকে। তবে গতবছর সুনীল ছেত্রীর ক্লাব বেঙ্গালুরু এফসিতে যোগ দেন তিনি। তাদের হয়ে আইএসএল ফাইনাল খেলে হেড দিয়ে একটি গোল ও করেন এই তারকা। যদিও শেষ রক্ষা হয়নি।

   

তবে আর হয়ত ভারতীয় ফুটবল লিগে দেখা যাবে না এই তারকা ফুটবলারকে। যতদূর জানা যাচ্ছে, ভারতীয় ফুটবল লিগে নিজের সফর শেষ করে নিজের পুরোনো সেই ‘এ’ লিগে ফিরতে চলেছেন রয়। সদ্য নিউজিল্যান্ডের তরফ থেকে উঠে আসা একটি রিপোর্ট বলছে, বেঙ্গালুরু এফসি ছেড়ে এবার নাকি নিজের ‘এ’ লিগের পুরোনো দল ওয়েলিংটন ফিনিক্সে ফিরতে চলেছেন ফিজির এই তারকা। গত বেশ কিছু বছর ভারতে থাকলেও এবার নাকি নিজের পরিবারের কাছেই ফিরে যেতে পারেন তিনি।

বলাবাহুল্য, গত বছর দলবদলের ক্ষেত্রে এক বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। তখন আরও একাধিক ক্লাবের অপশন থাকলেও শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন বেঙ্গালুরুকে। তবে রয়কৃষ্ণার সাথে বেঙ্গালুরু চুক্তি বাড়ানোর ভাবনায় থাকলেও রয় নিজেই নাকি ফিরে যেতে চাইছেন ওয়েলিংটন ফিনিক্সে। অপরদিকে, রয়কে ফিরে পেতে ও নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে এ লিগের এই ক্লাবের। তাই আগামী মরশুমে আর হয়ত ভারতে থাকবেন না রয়কৃষ্ণা।