এশিয়ার প্রথম পেসমেকার নিয়ে পর্বতারোহণের রেকর্ড গড়ে মৃত্যু মহিলা পর্বতারোহী

৫৯ বছর বয়সে পেসমেকার নিয়ে অসুবিধা সত্ত্বেও পর্বত আরোহণের নেশা কমেনি। বুকে পেসমেকার নিয়েই নিয়ে গেছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে।

Nepal Base Camp

৫৯ বছর বয়সে পেসমেকার নিয়ে অসুবিধা সত্ত্বেও পর্বত আরোহণের নেশা কমেনি। বুকে পেসমেকার নিয়েই নিয়ে গেছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে।

এভারেস্ট জয় করার লক্ষ্যে বিশ্বের সবথেকে উচ্চতম বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন ৫৯ বছরের ওই ভারতীয় পর্বতারোহী। অসুস্থ হয়ে নেপালের ওই বেসক্যাম্পে মৃত্যু হয়েছে ওই মহিলা পর্বতারোহীর। তাঁর নাম সুজানে লিওপনদিনা।

প্রথম এশীয় মহিলা হিসাবে পেসমেকার নিয়ে এভারেস্ট অভিযানে নামার রেকর্ড গড়েছেন তিনি। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে নিয়ে আসা হয়েছিল নেপালের সোলুকুম্ভ জেলার লুকলা শহরের একটি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের পর্যটন দফতর।

নেপালের পর্যটন দফতরের ডিরেক্টর যুবরাজ খাটিওয়াড়া এ ঘটনায় জানিয়েছেন, ওই পর্বতারোহীকে অভিযানে থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিল। কারণ তিনি বেস ক্যাম্পে সাধারণ গতি রাখতে সমর্থ ছিলেন না। কিন্তু ওই ভারতীয় পর্বতারোহী তা করতে রাজি হননি।

৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্টে ওঠার চেষ্টা করেন। কিন্তু ৫ হাজার ৮০০ মিটার পেরনোর পরই অসুস্থ হন তিনি। গ্লেসিয়ার হিমালয়ান ট্রেকের চেয়ারম্যান দেনদি শেরপা জানিয়েছেন, জোর করে তাঁকে লুকলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, যে দূরত্ব সাধারণ পর্বতারোহীরা ১০- ২০ মিনিটে পার হয়ে যান, তা পার করতে ৫ ঘণ্টা লেগেছিল সুজানের। কিন্ত এশিয়ার প্রথম পেসমেকার নিয়ে পর্বতারোহণের রেকর্ড গড়ার নেশায় বুদ ছিলেন তিনি।