লিগ টেবলে মেরিনার্সদের লক্ষ্য ওপরে ওঠা

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে মেরিনার্সরা ৭ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে,এক ম্যাচ…

ATK Mohun Bagan draw against Mumbai City FC

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে মেরিনার্সরা ৭ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে,এক ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে লিগ টেবলে চার নম্বরে।

অন্যদিকে,বেঙ্গালুরু এফসি লিগ টেবলে ৯ নম্বরে, ৪ ম্যাচ হেরে, দুম্যাচ জিতে ও এক ম্যাচে ড্র করে বেশ কোণঠাসা অবস্থা।সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই পয়েন্ট টেবলের পরিসংখ্যান এগিয়ে রেখেছে সবুজ মেরুন ব্রিগেডকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

হেড টু হেড দু’দল ISL টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে ৮ বার।৫ ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। দুই ম্যাচ জিতেছে ATK মোহনবাগান, এক ম্যাচ ড্র হয়েছে।গত আইএসএলের প্রথম সাক্ষাৎর রেজাল্ট ১-০ সেকেন্ড লেগে ২-০ এবং AFC গ্রুপ স্টেজে দুদলের মধ্যে খেলার ফলাফল ২-০ গোল।

প্রসঙ্গত,বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মেরিনার্সদের হয়ে টপ স্কোরার এই মুহুর্তে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। ৪ গোল এবং তিনটে গোলে ডেভিডের সহায়তা রয়েছে।দু’নম্বরে রয়েছে বিএফসির মিকু ফিডর যিনি সবুজ মেরুন শিবিরের জালে ২ গোল জড়িয়েছে।সব দিক দিয়ে দেখলে মেরিনার্সদের পাল্লা ভারী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তাই, ISL লিগ টেবলে মেরিনার্সদের লক্ষ্য ওপরে ওঠা