ATK Mohun Bagan: জল্পনার অবসান ঘটিয়ে বাগান ছাড়ছেন তিরি

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ছাড়লেন দলের ভরসাযোগ্য তারকা ফুটবলার তিরি। গত তিনটে মরশুম সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠ কাপিয়েছিলেন তিনি।

Tiri

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ছাড়লেন দলের ভরসাযোগ্য তারকা ফুটবলার তিরি। গত তিনটে মরশুম সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠ কাপিয়েছিলেন তিনি। এবার ছিন্ন হল সেই সম্পর্ক। উল্লেখ্য, ক্লাবে আসার পর একাধিকবার নিজের জাত চেনাতে সক্ষম হলেও গত মরশুম খুব একটা ভালো যায়নি তার। পায়ের চোটের কারনে ছিটকে যেতে হয়েছিল হিরো আইএসএল থেকে।

তারপর অস্ত্রোপচার করার পর বহুদিন রিহ্যাবে কাটিয়ে ফের শহরে ফিরেছিলেন তিনি। এসে দলের সাথে আইএসএল জয়ের সেলিব্রেশন করেন তিনি। এরপর সুপার কাপে খেলতে নামেন তিরি। তবে সেটা পরিবর্তন হিসেবে। বলতে সুপার কাপ অভিযানের জন্য কোচ তাকে দলে রাখলেও খুব একটা ম্যাচ টাইম পাননি এই তারকা ফুটবলার।

একটা সময় দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও পায়ের চোটের পর বদলে গিয়েছে সমস্ত কিছু। এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ও সাইড লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। যারফলে, নিজের জাত চেনানোর খুব একটা সুযোগ আসেনি তার কাছে। ফের নতুন করে আর কিছু শুরু করা হল না এই তারকা ফুটবলারের। আজ নিজের স্যোশাল সাইট থেকে দল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। যা থেকে পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু।

তিনি বলেন, মোহনবাগান কে অসংখ্য ধন্যবাদ এই তিনটি মরশুমের জন্য। সেইসঙ্গে ধন্যবাদ আমার টিমমেট, কোচ, ফিজিও এবং ক্লাব কে ঘিরে থাকা সকলকে। আমার প্রতি ভালোবাসার জন্য সকল সভ্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। আমি অন্যরকম ভাবে বিদায় জানাতে পছন্দ করতাম। তবে কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি ঘটে যায়। সেই হিসেবে সিদ্ধান্ত নিতে হয়। নতুন সুযোগ গুলিকে ও কাজে লাগাতে হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদধন্যবাদ এবং আপনাদের সকলকে অনেক ভালোবাসা।

এই থেকে বোঝা যায়, মনে কিছুটা আক্ষেপ রেখেই দল ছাড়তে হচ্ছে দলের এই তারকা ফুটবলারকে। যা সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তার ইনবক্স। যা প্রমাণ করে দেয়, সবুজ-মেরুন জনতার কতটা কাছের মানুষ ছিলেন তিরি।