সৌভিক এবং কিরিয়াকুর ইনজুরি ইস্যুতে বড় আপডেট

Souvik and Kyriakou Updates: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির পরের খেলা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, ৯ ডিসেম্বর শুক্রবার। এই ম্যাচের আগে লাল হলুদ ভক্তদের জন্য…

Souvik and Kyriakou

Souvik and Kyriakou Updates: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির পরের খেলা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, ৯ ডিসেম্বর শুক্রবার। এই ম্যাচের আগে লাল হলুদ ভক্তদের জন্য সুখবর।  অধিনায়ক সৌভিক চক্রবর্তী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তীকে।জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দিলেও শারীরিক দুর্বলতার কারণে ‘মেন অফ স্টিল’দের বিরুদ্ধে প্রথম একাদশে ঠাই হয়নি সৌভিকের।কিন্তু এখন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী সম্পূর্ণ ভাবে ম্যাচ ফিট,সৌভিকের শারীরিক দুর্বলতা আর নেই।তাই নিজামর্সদের বিরুদ্ধে ফুটবলার সৌভিক চক্রবর্তীর খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

ইস্টবেঙ্গলের আর এক বিদেশী ফুটবলার চ্যারিস কিরিয়াকুর ভ্রু’র চোট এখন অনেকটাই সুস্থতার দিকে।কিরিয়াকুর ভ্রু’র যে জায়গাতে চোট লেগেছিল সেই জায়গা থেকে ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে।কিরিয়াকু এখন শুধুমাত্র বিশেষ ধরনের মাস্ক পরেই টিমের সঙ্গে অনুশীলন করছে।হায়দরাবাদ ম্যাচের ৮ দিন বাকি।তাই মনে করা হচ্ছে এই সময়ে কিরিয়াকু নিজেকে ইনজুরি থেকে রিকভারি করে নিজেকে ম্যাচ ফিট করতে পারবে।এই দুই খেলোয়াড়ের ম্যাচ ফিট হওয়াটা বিশেষ জরুরি ইস্টবেঙ্গল এফসির কাছে।

প্রসঙ্গত,ISL পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল এফসি ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচে হেরেছে,জয় এসেছে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবলে আট নম্বরে। রেড এন্ড গোল্ড ব্রিগেডের লক্ষ্য টেবলে যতটা সম্ভব নিজেদের জায়গার উন্নতি করা।এই লক্ষ্য পূরণের জন্য ফুটবলার সৌভিক চক্রবর্তী এবং চ্যারিস কিরিয়াকুকে মাঠে ফিরতেই হবে।