টিম-নীতুর বিচক্ষণতায় জোর পেতে পারে Remove ATK আন্দোলন

ওস্তাদের মার শেষ রাতে। রাত শেষের দিকে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে সোমবারের পর খুশি হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ তাঁদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল নাম…

Remove ATK movement

ওস্তাদের মার শেষ রাতে। রাত শেষের দিকে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে সোমবারের পর খুশি হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ তাঁদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল নাম নিয়েই মাঠে নামবে। আর ‘চিরশত্রু’ মোহনবাগানকে এটিকে-কে (Remove ATK ) সঙ্গে নিয়ে লড়াই করতে হবে৷

আরও পড়ুন: East Bengal: ‘এটিকে’ আশঙ্কা উড়িয়ে ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গল নামেই

   

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে বড় করে এদিন অনুষ্ঠান করা হয়েছিল। নতুন মরসুমের আগে লাল হলুদ কর্তাদের পাশে নতুন বিনিয়োগকারী কোম্পানির কর্ণধার। যাবতীয় জল্পনা কাটিয়ে শতাব্দী প্রাচীন ক্লাবে নতুনের ডাক। প্রিয় ক্লাব নিজেদের নামে খেলবে, আধুনিক ফুটবল জগতে সমর্থকদের এ এক চাওয়া। ভালোবাসা থেকে চাওয়া।

আরও পড়ুন: উৎসবের মন্তব্যে আবার ভাইরাল #RemoveATK, আন্দোলনের পথে সবুজ-মেরুন সমর্থকরা

মোহনবাগান নামের আগে এটিকে যোগ হওয়ার বিষয়ে ময়দানে এখনও আলোচনা হয় মাঝে মধ্যে। ক্লাবের আগে কোনো কোম্পানির নাম বসলে সমর্থকরা হয়তো খুব বেশি উত্তেজিত হবেন না। কিন্তু কোনো কারণে তাঁদের যদি মনে করে যে ক্লাবের ঐতিহ্যে আঁচড় পড়তে পারে, তাহলেই সমর্থকরা ক্ষুব্ধ হতে পারে। ফুটবল মানেই আবেগ। খেলার সঙ্গে আবেগ থাকবে এটাই স্বাভাবিক। বিশেষত শহরের নাম যখন কলকাতা।

আরও পড়ুন: ATK Mohun Bagan : ‘রিমুভ এটিকে’, পোস্টারে ছেয়ে গিয়েছে হাওড়ার বালিখাল

এটিকে কোনো কোম্পানি নয়। একটি দলের নাম। যেটা এক সময় খেলতো। এখন অতীত। এমন একটা দলের নাম জুড়ে রয়েছে মোহনবাগান নামের আগে। নতুন নাম ঘোষণা না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকরাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। আপাতত আশঙ্কার মেঘ সরে গিয়েছে। বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে লাল হলুদ কর্তারা আলোচনার টেবিলে কী কথা বলেছেন সেটা হয়তো ক্রমশ জানা যাবে। তবে ক্লাবের নাম যথাযথ বজায় রাখাও ঐতিহ্যবাহী ক্লাব কর্তাদের কৃতিত্ব। ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের কৃতিত্বে নতুন করে জোর পেতে পারে রিমুভ এটিকে আন্দোলন