আচমকাই তৃতীয় টেস্ট (India vs England) থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক জরুরি কারণে রাজকোট টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অশ্বিন। তৃতীয় টেস্ট থেকে হঠাৎ কেন অশ্বিনকে বাদ পড়তে হল, তার বড় কারণ প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, রবিচন্দ্রন অশ্বিনের মা (Ravichandran Ashwin Mother) অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা টুইট করেছেন, ‘রবিচন্দ্রন অশ্বিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।’ রাজকোট টেস্ট ছেড়ে মায়ের পাশে থাকতে চেন্নাই যেতে হয়েছে তাঁকে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময়ে বোর্ড ও দল অশ্বিনকে পূর্ণ সমর্থন করছে।
হঠাৎই মায়ের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির কথা জানতে পারেন অশ্বিন। এরপর তিনি দল ও কর্মকর্তাদের পরিস্থিতির কথা জানিয়ে রাজকোট ত্যাগ করেন। উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিনের জন্ম চেন্নাইয়ে। তামিল পরিবারের সন্তান অশ্বিন। ভক্তরা প্রার্থনা করছেন অশ্বিনের মায় যত তাড়াতাড়ি সম্ভব সেরে উঠুন।
তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত ৭ ওভার বল করেছেন অশ্বিন। এর মধ্যে ৩৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। ১৪তম ওভারে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলিকে ১৫ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। এবার তাঁকে মিস করবে টিম ইন্ডিয়া।
Ravichandran Ashwin will take no further part in the ongoing #INDvENG Test due to a family medical emergency.#WTC25
— ICC (@ICC) February 16, 2024