Sports : কলিঙ্গের যুদ্ধে এক নম্বর দলকে ধরাশায়ী করেছে ভারতের মহিলা ব্রিগেড

Sports : শনিবার উইমেন্স হকি প্রো লিগে (Women’s Hockey Pro League) ভারতের ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) ফিরতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে…

Sports : শনিবার উইমেন্স হকি প্রো লিগে (Women’s Hockey Pro League) ভারতের ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) ফিরতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে আত্মবিশ্বাসে ফুটছে মহিলা ব্রিগেড। কারণ শুক্রবার প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের মেয়েরা ছিনিয়ে নিয়েছিলেন জয়।

শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে হয়েছে রুদ্ধশ্বাস এক ম্যাচ। আন্তর্জাতিক মহিলা হলি ক্রম তালিকায় এক নম্বরে নেদারল্যান্ডস। চলতি প্রো লিগেও তারা এগিয়ে রয়েছে অন্যান্য দলের থেকে। স্বভাবতই ভারতের জন্য ম্যাচটি সহজ ছিল না।

গ্রাহাম রীডের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ব্রিগেড তুলে ধরেছে দুর্দান্ত পারফরম্যান্স। ২-১ ব্যবধানে পরাস্ত নেদারল্যান্ডস। ম্যাচ শুরুর এগারো মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন নেহা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সোনিকা।

ভারত এগিয়ে গেলেও হাল ছাড়েনি ডাচ দল। গোল করার জন্য তারাও চেষ্টা চালিয়েছিল ক্রমাগত। ৪০ মিনিটে ইব্বি ইয়ানসেন ব্যবধান কমাতে সক্ষম হয়েছিলেন। এরপর কোনো দলই আর গোল করতে পারেনি। ভারতের পক্ষে ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

ডাচদের বিরুদ্ধে জিতলেও শনিবারের ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ভারত। কারণ অতীতে জার্মানের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছিল দল। প্রথম ম্যাচে ভারত জিতলেও হেরে গিয়েছিল পরের ম্যাচে। তাই সতর্ক টিম ইন্ডিয়া।