দীর্ঘ প্রতীক্ষার পর জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। বৃহস্পতিবার রাজকোট টেস্টে তার অভিষেক হয়। এই সময়ে সরফরাজের বাবা (Sarfaraz Khan Father) নওশাদের সঙ্গে বোরখা পরা এক নারী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রথমে তাকে সরফরাজের মা ভেবে ভুল করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি তার মা নন, তার স্ত্রী (Sarfaraz Khan Wife) রোমানা।
সরফরাজ খান ২০২৩ সালের ৬ আগস্ট কাশ্মীরের বাসিন্দা রোমানাকে বিয়ে করেন। পুরো নাম রোমানা জহুর। কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা রোমানা। সরফরাজ খানের সাথে তাঁর সাক্ষাতের গল্পটি আকর্ষণীয়। তারা দুজনেই গত বছর শোপিয়ানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সরফরাজের পরিবার মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গেলেও তারা বিয়ের জন্য কাশ্মীরে গিয়েছিলেন।
রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাবা নৌশাদ ও স্ত্রী রোমানাও। রোমানা জহুরও সরফরাজকে আগে চিনতেন না। তবে তিনি সরফরাজ খানের খুড়তুতো ভাইয়ের বন্ধু ছিলেন। রোমানা বিএসসির ছাত্রী ছিলেন, সরফরাজের চাচাতো ভাইয়ের কাছে লেখাপড়া করতেন। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। আরও একবার দু’জনে সরফরাজের ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং সেখানেই রোমানার সঙ্গে দেখা করেন সরফরাজ। এরপরই শুরু হয় দুজনের কথোপকথন।
ধীরে ধীরে বিষয়টি বিয়ের পিঁড়িতে পৌঁছায় এবং ২০২৩ সালের আগস্টে দুজনে গাঁটছড়া বাঁধেন। সরফরাজ খান যখন ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন, তখন রোমানা জহুর বাবা নওশাদের সাথে ছিলেন। রোমানা বোরখা পরা থাকলেও তার আবেগ লুকিয়ে ছিল না। স্ত্রীর চোখের জল মুছতেও দেখা যায় সরফরাজকে।
The moment Sarfaraz Khan completed his maiden fifty.
– The emotions from his father & wife was beautiful 👌pic.twitter.com/G2rSI8BSyV
— Johns. (@CricCrazyJohns) February 15, 2024