ভারতীয় দলের বাইরে থাকা শার্দুল ঠাকুর (Shardul Thakur) বর্তমানে রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৪ কাঁপাচ্ছেন। মুম্বইয়ের (Mumbai) হয়ে শার্দুল ঠাকুর অসমের (Assam) বিরুদ্ধে ১০ ওভারে ২১ রান দিয়ে নেন ৬ উইকেট। শার্দুলের এই ভয়ঙ্কর বোলিংয়ের সামনে দশম অঙ্কও পার হতে পারেননি অসমের ছয় ব্যাটসম্যান। যার কারণে অসমের প্রথম ইনিংস মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়।
অসমের ৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে মুম্বই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হয়নি শার্দুল ঠাকুরকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত ছিল বিস্ময়কর। আসলে শার্দুল দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার টেস্ট দলের সঙ্গে ভাল পারফর্ম করছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হয়নি।
Shardul Thakur special 🔥
6 wickets in just 21 runs #ShardulThakur @imShard pic.twitter.com/KBXIRfTRsF
— SHARDUL THAKUR FanClub™ (@Don_Shardul) February 16, 2024
শার্দুল ঠাকুর অসমের বিরুদ্ধে ঝড় তুলে মাত্র ১০.১ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। পারভেজ মুসারফ, এসসি ঘাদিগাঁওকর, দানিশ দাস, কুণাল শর্মা, সুনীত লাচিত ও দিবাকর জোহরিকে দুই অঙ্ক পেরোতে দেননি শার্দুল। যার সাহায্যে মাত্র ৮৪ রানে অসমকে গুটিয়ে দেয় মুম্বই দল।
এবার ৪ কোটি টাকার বিনিময়ে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ধোনির অধিনায়কত্বে খেলেছেন শার্দুল ঠাকুর। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪৮ ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। এরপর ২০২১ সালে শার্দুল ঠাকুরকে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। শার্দুলকে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা পোশাকে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হবে বলে আশা করা হলেও নির্বাচকরা তাঁকে জাতীয় দলে ডাকেননি।