Wednesday, November 29, 2023
HomeSports NewsCalcutta League: প্রস্তুতি ম্যাচেই বড় সাফল্য মোহনবাগানের, পরাজিত করল বিএসএসকে

Calcutta League: প্রস্তুতি ম্যাচেই বড় সাফল্য মোহনবাগানের, পরাজিত করল বিএসএসকে

সামনেই কলকাতা লিগ (Calcutta League)। যেখানে আগামী মাসের ৫ তারিখ পাঠচক্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। সেজন্য কঠোর অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। হুয়ান ফেরেন্দোর সহকারী বাস্তব রায়ের তত্ত্বাবধানে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে খেলা দলকে নিয়েই অনুশীলন চালাচ্ছে বাগান ব্রিগেড।

   

তবে ঠিক কতটা মজবুত হচ্ছে এবারের এই দল, কিংবা কতটা কাজে দিচ্ছে এই প্রস্তুতি তা খতিয়ে দেখার জন্য আজ বি এসএসের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলে মোহনবাগান দল। যেখানে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাস্তব রায়ের ছেলেরা।

চলতি মাসের এই শেষের দিক থেকে লিগ শুরু হয়ে গেলেও তাদের ম্যাচ এখনো বেশ কয়েকদিন দূরে। তবুও দলের অনুশীলনে কোনো রকমের খামতি রাখতে চাইছেন না সবুজ-মেরুন কোচ। শেষ আইএসএল মরশুমে এটিকে মোহনবাগান দলের হয়ে ফেরেন্দোর সাথে কাজ করেছেন এই বাঙালি কোচ। তবে এবার দলের জুনিয়র ফুটবলারদের দায়িত্ব এসেছে তার হাতে। বলতে গেলে বিরাট দায়িত্ব। তাই নিজের পূর্ব অভিজ্ঞতা কে কাজে লাগিয়েই প্রস্তুত করতে চাইছেন দলের ছেলেদের।

বিশেষ করে শেষ মুহূর্তে যাতে কোনো বড়সড় সমস্যা না দেখা দেয়, সেদিকে নজর ও রাখছেন তিনি। এই লিগে মূলত জুনিয়রদের খেলানোর কথা থাকলেও বয়সের ভিত্তিতে সিনিয়র ফুটবল দলের মধ্যে থেকে আনোয়ার আর সুমিত রাঠিকে নামতে পারে কলকাতার এই প্রধান। পাশাপাশি সুহেল ভাট, টাইসন সিং, এঙ্গসন সিং, ফারদিন আলি মোল্লা ও রবি রানাদের উপর নজর তো থাকবে সকলের। আসন্ন এই টুর্নামেন্টে কতটা কার্যকরী হয় এই দল, সেটাই বড় কথা।

Latest News