Pataliputra Politics: গো-খাদ্য চুরির ট্রেনিং নিতে লালুর কাছে গেছে ‘গরুচোর’: শুভেন্দু

পটনায় মোদী-বিরোধী জটলাকে (Pataliputra Politics) কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুক্রবার সকালে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্ত পারিবারিকদল…

BJP leader Suvendu Adhikari

পটনায় মোদী-বিরোধী জটলাকে (Pataliputra Politics) কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুক্রবার সকালে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্ত পারিবারিকদল এক জোট হয়েছে৷’ পটনায় মোদী-বিরোধী জোট গড়ার বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে রীতিমতো স্বভাবসিদ্ধ ভাষায় সমালোচনা করেছেন৷

এদিন শুভেন্দু এই প্রসঙ্গে তিনি বলেন, লালু প্রসাদ যাদব গো-খাদ্য চুরির মামলায় সাজা পেয়েছেন৷ আর সেই চোরের কাছে চুরির ট্রেনিং নিতে গিয়েছেন বাংলার গরুচোর৷ এক চোর আর এক চোরে সঙ্গে দেখা করতে গিয়েছেন৷

   

পটনায় বিরোধী জোটের বৈঠক সম্পর্কে তিনি আরও বলেন, সমস্ত পারিবারিক দলগুলো একজোট হয়েছে৷ করুণানিধিকে রক্ষা করতে স্ট্যালিন, মুলায়মের সম্পত্তি রক্ষা করতে অখিলেশ, লালুকে রক্ষা করে তেজস্বী আর বাংলায় মমতাকে রক্ষায় কয়লা চোর, গরুচোরকে সামনে আনা হয়েছে৷

বিজেপি বিরোধী মহা জোটের প্রাথমিক বৈঠক ঘিরে পাটনা সরগরম। বিহারের রাজধানীতে (Pataliputra Politics) নক্ষত্র সমাবেশ। একাধিক মুখ্যমন্ত্রী, প্রাক্তন মু়খ্যমন্ত্রীরা থাকছেন বৈঠকে। তেমনই থাকছেন অ-বিজেপি দলগুলির শীর্ষ নেতারা। পাটনা পৌঁছে বৈঠক শুরুর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দেন লোকসভা ভোটে বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনার অঙ্কে। তিনি বলেন, একের বদলে এক প্রার্থী হোক।

মনে করা হচ্ছে বৈঠকের আগেই বৈঠকের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। তবে আলোচনায় উঠে আসছে মমতা নিজে কতটা তাঁর অবস্থান মানবেন? বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনতে পশ্চিমবঙ্গে তিনি কি একটিও আসন ছাড়বেন?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোটের খাতিরে মমতা একটিও আসন ছাড়বেন না। কারণ, তিনি ও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন পশ্চিমবঙ্গের সবকটি লোকসভা আসনে জয় চাই।