Farmers Protest: ফের মহা আন্দোলনের পথে কৃষকরা, সাত জেলায় বন্ধ ইন্টারনেট

নতুন করে ফের দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠল কৃষক আন্দোলন (Farmers Protest)। হাজার হাজার কৃষক আজ শনিবার নতুন করে দিল্লির বুকে ভিড় জমাতে শুরু করেছেন। ‘দিল্লি…

Farmers to hold rail roko on Oct 18

নতুন করে ফের দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠল কৃষক আন্দোলন (Farmers Protest)। হাজার হাজার কৃষক আজ শনিবার নতুন করে দিল্লির বুকে ভিড় জমাতে শুরু করেছেন।

‘দিল্লি চলো’ পদযাত্রা শনিবার পঞ্চম দিনে প্রবেশ করল। প্রতিবাদী কৃষকদের অধিকাংশই পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) জানিয়েছে, কৃষক আন্দোলনের পর আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।

শুক্রবার গ্রামীণ ভারত বনধের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও অন্যান্যরা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে প্রতিবাদী কৃষকদের উপর ‘অত্যাচার’ নিয়ে আলোচনা করতে শনিবার একটি ‘মহাপঞ্চায়েত’ অনুষ্ঠিত হবে। এদিকে, আম্বালা, কুরুক্ষেত্র, কৈথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা সহ হরিয়ানার সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

কেন্দ্রীয় মন্ত্রী এবং কৃষক নেতাদের মধ্যে আলোচনা অসমাপ্ত থাকার একদিন পরে, শুক্রবার হরিয়ানা পুলিশ আম্বালার কাছে শম্ভু সীমান্তে ব্যারিকেডের দিকে অগ্রসর হওয়ার সময় প্রতিবাদী কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এই অচলাবস্থার মধ্যেই ১৮ ফেব্রুয়ারি চতুর্থ দফার বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতারা। গত ৮, ১২ ও ১৫ ফেব্রুয়ারি দুই পক্ষ বৈঠক করলেও তা অমীমাংসিত থেকে যায়। শুক্রবার হরিয়ানা পুলিশ শম্ভু সীমান্তে বেশ কয়েকজন কৃষকের পাথর ছোঁড়ার এবং নিরাপত্তা কর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা করার একাধিক ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।