Arvind Kejriwal: আস্থা ভোটের মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, চমকে গেল দেশ

পাঁচবার ইডি (ED)-র ডাক উপেক্ষা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিকে ছয় নম্বর সমন জারির পর শনিবার ১৭ ফেব্রুয়ারি ইডি আদালতের শুনানিতে উপস্থিত…

arvind kejriwal

পাঁচবার ইডি (ED)-র ডাক উপেক্ষা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিকে ছয় নম্বর সমন জারির পর শনিবার ১৭ ফেব্রুয়ারি ইডি আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও স্বশরীরে নয়।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যুক্ত ছিলেন তিনি। ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। আইনজীবী আদালতে জানান, দিল্লি সরকারের বাজেট এবং আস্থা প্রস্তাবের কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। এদিকে কেজরিওয়াল আদালতে বলেন, ‘আমি আসতে চেয়েছিলাম, কিন্তু বাজেট এবং আস্থা প্রস্তাবের কারণে আমি আসতে পারিনি। পরের তারিখে আবার আসবো। ইডি এর বিরোধিতা করেনি।’

এই মামলার পরবর্তী শুনানি ১৬ মার্চ। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী রমেশ গুপ্তা বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির ছিলেন কেজরিওয়াল। পরবর্তী তারিখ ১৬ মার্চ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেবেন কেজরিওয়াল। বস্তুত, পরপর পাঁচটি সমন উপেক্ষা করে ১৭ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেয় ইডি আদালত। আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা পাঁচটি সমনের জবাব কেন তিনি দেননি তার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল তাঁর।

দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় ইডি এখনও পর্যন্ত পাঁচটি সমন পাঠিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, কিন্তু তিনি একবারও ইডি অফিসে পৌঁছননি। সম্প্রতি ইডি তাঁকে ষষ্ঠ সমন পাঠিয়ে কেজরিওয়ালের কাছে জানতে চেয়েছিল, কেন তিনি এখনও ইডি দফতরে পৌঁছননি।