Nitish Kumar: নীতীশকে ধরে রাখতে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর টোপ

বিহারের রাজনীতিতে ফের যদুবংশ কূটনীতি! পাটনায় লালুপ্রসাদ যাদব শুরু করেছেন বিধায়ক ভাঙানোর কাজ বলে অভিযোগ। আর উত্তর প্রদেশ থেকে আরও এক যাদব কুলপতি অখিলেশ দিলেন…

বিহারের রাজনীতিতে ফের যদুবংশ কূটনীতি! পাটনায় লালুপ্রসাদ যাদব শুরু করেছেন বিধায়ক ভাঙানোর কাজ বলে অভিযোগ। আর উত্তর প্রদেশ থেকে আরও এক যাদব কুলপতি অখিলেশ দিলেন বড় টোপ। তিনি বলেছেন, যদি নীতীশ কুমার INDIA ব্লকে থাকেন তাহলে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে। পাটলিপুত্রের রাজনীতি সরগরম। লখনউ সরগরম। কলকাতা গরম। দিল্লিতে চাঞ্চল্য। সুদূর দাক্ষিণাত্যে হইহই চলেছে। সবের কেন্দ্রে নীতীশ কুমার (Nitish Kumar) ।তিনি ফের NDA শিবিরে যাচ্ছেন বলে গুঞ্জন। তবে নীতীশ নীরব।

বিহারের ক্ষমতায় থাকার জন্য 122 জন বিধায়ক দরকার। সেই হিসেব ধরে রাখতে জোটের অঙ্ক শুরু করেছে লালু যাদব শিবির। জানাচ্ছে পিটিআই। বিহারে জেডি(ইউ) এবং আরজেডির মধ্যে বিরোধের মধ্যে লালু যাদবের অফার মহাগঠবন্ধনে যোগ দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্ঝির ছেলে সন্তোষকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। তবে তিনি রাজি হননি।

২৪৩ আসনের বিহার বিধানসভায়
আরজেডি: ৭৯
বিজেপি: ৭৮
জেডি(ইউ): ৪৫
কংগ্রেস: ১৯
বামপন্থী: ১৬
HAM(S): ৪
AIMIM: ১
নির্দল: ১

সূত্রের খবর, লালু যাদব নিশ্চিত যে নীতীশ কুমার ফের বিজেপির সাথেই যাচ্ছেন। অ-বিজেপি মহাজোট সরকার বাঁচাতে তিনি আটটি অতিরিক্ত বিধায়ক খুঁজছেন।

পাটনায় লালু যাদবের কূটনীতির পাশাপাশি লখনউ থেকে যদুবংশের আরও এক কূলতিলক অখিলেশ যাদব দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী মুখের বার্তা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ জানান, যদি নীতীশ কুমার ইন্ডিয়া ব্লকে থাকেন তাহলেই তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী।

অন্যদিকে নীতীশ কুমারের পুনরায় NDA যোগদানের সম্ভাবনার মধ্যে বিজেপি নেতারা বিশেষ বৈঠক করেছেন। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী, সুশীল মোদী এবং বিজয় কুমার সিনহার মতো নেতাদের সাথে অমিত শাহ দেখা করেছেন তারা নীতীশ কুমারকে NDA শিবিরে স্বাগত জানাতে উন্মুক্ত।