Ashwin: ভারত কি পারবে আইসিসি ট্রফির খরা কাটাতে? কি বললেন অশ্বিন?

২০১৩তে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দশ বছর কোনো আইসিসি ট্রফি নেই ভারতের। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। তারর ২০১৫ পঞ্চাশ…

২০১৩তে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দশ বছর কোনো আইসিসি ট্রফি নেই ভারতের। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। তারর ২০১৫ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আবার সেই সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় তারা।

দুই বছর পর ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের নকআউটে পর্যন্ত পৌঁছাতে পারেনি ভারত।

   

লাল বলেও বিশেষ সুবিধা হয়নি ভারতের। ২০২১ এবং ২০২৩, দুবারই ফাইনাল খেলেও টেস্ট বিশ্বকাপের ট্রফি পাওয়া হয়নি ভারতের।

একটা প্রশ্ন যেটা বার বার ঘুরপাক খাচ্ছে তা হল, “ভারত কি আইসিসি ট্রফির খরা শেষ করতে পারবে?” ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এই বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন।

“… এই ২০২৩ বিশ্বকাপে ভারত ফেভারিট হিসাবে শুরু করবে,” অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।

অবশ্যই গোটা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থাকবে যে ভারত আইসিসি ট্রফি পেতে পারবে কি না। আমরা এখন এত বছর ধরে এইটাই অনুসরণ করে জিজ্ঞাসা করছি, ‘ভারত কি আইসিসি ট্রফির খরা শেষ করতে পারবে?’ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব এটা হাস্যকর প্রশ্ন।

“ভারত একটি শক্তিশালী দল। কয়েকটি বিষয় বাদে, ভারতের কাছে এবার দারুণ সুযোগ রয়েছে।”