Manipur Unrest: রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং আজ পদত্যাগ করতে পারেন বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে। প্রায় দুই মাস ধরে মণিপুরে সংঘর্ষ (Manipur Violence) চলতে থাকায়…

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং আজ পদত্যাগ করতে পারেন বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে। প্রায় দুই মাস ধরে মণিপুরে সংঘর্ষ (Manipur Violence) চলতে থাকায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে খবরে বলা হয়েছে। কারণ জাতিগত সংঘর্ষের মধ্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।

India Today North East প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল আনুসুইয়া উইকির সাক্ষাৎ পিছিয়ে ২ টো থেকে ৩ টে নাগাদ করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে ২-৩ টে নাগাদ দেখা করে নিজের পদত্যাগ পত্র তুলে দেবেন রাজ্যপালের হাতে। তবে অনেক মন্ত্রী এবং বিধায়করা বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না। প্রচুর সংখ্যাক অনুগামীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ভির করে পদত্যাগ না করার অনুরোধ করছে।

   

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ পদত্যাগ করলে, তিনি বিধানসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেবেন এবং তিনি মণিপুরে রাষ্ট্রপতি শাসন চাইবেন। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে দুটো বিকল্প দেওয়া হয়েছিল বেছে নেওয়ার জন্যে। নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ অথবা কেন্দ্রের হস্তক্ষেপ। তাই হয়ত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না।

বিজেপি শাসিত মণিপুরে জাতিগত সংঘর্ষ ভয়াবহ। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন এই প্রশ্নে বিতর্ক প্রবল। সরকারে থাকা বিজেপির বিধায়করা বেশিরভাগ বারবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধেই সরব হয়েছেন। দিল্লিতে তারা ধর্না দিয়েছিলেন।