India vs England : রাঁচি টেস্টে মাত্র একজন ভারতীয় বোলার নিতে পেরেছেন ৫ উইকেট

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচির (Ranchi Test) মাঠে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট (India vs England 4th Test)। পাঁচ টেস্টে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে…

Ravindra Jadeja

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচির (Ranchi Test) মাঠে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট (India vs England 4th Test)। পাঁচ টেস্টে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের সবচেয়ে বড় জয়। রাঁচির মাঠে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র একজন বোলার। 

এখনও পর্যন্ত রাঁচির মাঠে ভারতীয় দল দুটি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে একটিতে। ড্র হয়েছে একটিতে। রাঁচির মাঠে একমাত্র ভারতীয় বোলার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) টেস্টে ৫ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। 

রাঁচির মাঠে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলার রবীন্দ্র জাদেজা। ২ টেস্টে ১২ উইকেট নিয়েছেন তিনি। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন উমেশ যাদব। 

রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ৮৭ রান করেছেন। এছাড়া পাঁচটি উইকেটও তুলে নিতে পেরেছেন তিনি। এরপর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি তাঁর। কিন্তু তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে নিজের অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে রেখেছেন অবদান। দলের হয়ে অন্যতম ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হন তিনি। ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচ উইকেটও নিয়েছেন। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ার স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), দেবদূত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।