তৃণমূল-বাম সংঘর্ষ বারাসতে, একাধিক জখম

পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার বারাসতে (barasat) রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষ চলে। দুটি দল পরস্পরের উপর হামলার অভিযোগ করেছে। গত…

পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার বারাসতে (barasat) রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষ চলে। দুটি দল পরস্পরের উপর হামলার অভিযোগ করেছে।

গত পুর নির্বাচনে রাজ্যে একমাত্র তাহেরপুর পুরসভা দখলে রাখে সিপিআইএম। তবে বিধানসভায় বিরোধী দল বিজেপি একটিও পুরসভা দখল করতে পারেনি। সেই তাহেরপুর লাগোয়া এলাকায় এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল ও বাম সংঘর্ষ চলে।

তাহেরপুর পরসভা লাগোয়া বারাসাত গ্রাম পঞ্চায়েতের মহিষডাঙ্গা গরম। বাম পোষ্টার পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃ়ণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে শাসকদল।

দুপক্ষের সংঘর্ষে একাধিক জখম। সিপিআইমের অভিযোগ, বাম সমর্থকদের বাড়িতে হামলা হয়। তার প্রতিরোধ করেন সমর্থকরা।তৃ়ণমূল জানিয়েছে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রুখতে চায় সিপিআইএম।