Ranji Trophy:: বরোদার বিরুদ্ধে সরাসরি জয় বাংলার

Ranji Trophy: কল্যাণীর মাঠে ৭ উইকেটে বরোদাকে হারিয়ে দিলেন মনোজ তিওয়ারিরা। সরাসরি জিতে ছয় পয়েন্ট তুলে নিল বাংলা। মুকেশ কুমারদের বোলিং দাপটের পর মনোজ এবং সুদীপ ঘরামি বাংলাকে জয় এনে দিলেন।

কেশ কুমারদের বোলিং দাপটের পর মনোজ এবং সুদীপ ঘরামি বাংলাকে জয় এনে দিলেন।

Ranji Trophy: কল্যাণীর মাঠে ৭ উইকেটে বরোদাকে হারিয়ে দিলেন মনোজ তিওয়ারিরা। সরাসরি জিতে ছয় পয়েন্ট তুলে নিল বাংলা। মুকেশ কুমারদের বোলিং দাপটের পর মনোজ এবং সুদীপ ঘরামি বাংলাকে জয় এনে দিলেন। এ বারের রনজিতে অপরাজিত বাংলা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ৬ পয়েন্ট। প্রথম ইনিংসে বরোদা ২৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা ১৯১ রান করে ৭৮ রানে পিছিয়ে থাকে।

মুকেশরা বরোদাকে ৯৮ রানে শেষ করে দেন। মুকেশ ৪ উইকেট, ঈশান পোড়েল ৩ উইকেট ও একটি উইকেট নেন আকাশ দীপ। দু’টি রান আউট হয়। বাংলার সামনে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যমাত্রায় নেমে প্রথম ইনিংসে ৯০ রান করা অনুষ্টুপ মজুমদার দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান। মনোজ এবং সুদীপ মধ্যাহ্নভোজের আগেই ১২৪ রান তুলে নেন। সুদীপ ৭৬ রানে অপরাজিত এবং মনোজ অপরাজিত ৬০ রানে। ৫ ম্যাচে ২৫ পয়েন্ট বাংলার। বাকি হরিয়ানা এবং ওড়িশা ম্যাচ। ১৭ জানুয়ারি থেকে হরিয়ানার বিরুদ্ধে রহতকে গিয়ে খেলবেন মনোজরা। ওড়িশার বিরুদ্ধে ২৪ জানুয়ারি থেকে ম্যাচ ঘরের মাঠেই খেলবে মনোজরা।

Sudip Gharami
সুদীপ ঘরামি বাংলাকে জয় এনে দিলেন

হেড স্যর লক্ষ্মীরতনের বাংলা পাঁচ ম্যাচে তিনটিতে সরাসরি জিতেছে। দুটো ম্যাচ ড্র করে প্রথম ইনিংসে এগিয়ে থাকার তিন পয়েন্ট পেয়েছে বাংলা। রনজিতে এলিট গ্রুপ এ-তে মনোজ তিওয়ারিদের। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য বাংলার প্রয়োজন ৩ পয়েন্ট। ৫ ম্যাচে বাংলার ২৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা উত্তরাখণ্ডের ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলেও ৫ ম্যাচে উত্তরাখণ্ডের ২৩ পয়েন্ট। পঞ্চম রাউন্ড শেষে শীর্ষে বাংলা। এলিট দলগুলি চারটি গ্রুপে আটটি করে দলের প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে।

গ্রুপের প্রথম দু দল সরাসরি যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালে। প্লেট গ্রুপের ছয় দল একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রথম দুই দল পরের মরসুমের রনজিতে এলিট গ্রুপে উঠবে। এলিট গ্রুপের শেষ দুই দলের অবনমনের ফলে পরের মরসুমে খেলতে হবে প্লেট গ্রুপে। বাংলা এলিট গ্রুপের প্রথম দুই দলের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে। বাংলার গ্রুপে তৃতীয় স্থানে থাকা বরোদার ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট। হরিয়ানা ও ওড়িশা ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই কোয়ার্টার ফাইনালে বাংলা।