বিশ্ব কাঁপানো স্ট্রাইকার ফের এক বার ব্যক্তিগত জীবনে ‘গোল’ করার প্রস্তুতি নিচ্ছেন। আট বছরের প্রেম ভালোবাসার সম্পর্কের পরিণতি দিতে চলেছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডো (Ronaldo)। আবার বিয়ে করতে চলেছেন। এই নিয়ে চতুর্থ বার বিয়ে করতে চলেছেন রোনাল্ডো।
কাতার বিশ্বকাপে মাঠে উপস্থিত ছিলেন রোনাল্ডো। পর্তুগীজ তারকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। চতুর্থ বার বিয়ে করতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবল তারকা রোনাল্ডো। রোনাল্ডো লুই নাজারিও দে লিমা নামে। ব্রাজিলিয়ান মডেল সেলিনা লকসের সঙ্গে জীবনের চতুর্থ বিয়ে করতে চলেছেন তিনি। ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো চ্যাম্পিয়ন ক্লাবের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার।
প্যারিস ফ্যাশন উইকের মুখ সেলিনা লকস। ৩২ বছর বয়সি সেলিনার ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা তিন লাখেরও বেশি। ২০১৫ সালে পরিচিত হয়েছিলেন রোনাল্ডো এবং সেলিনা। সেলিনা মডেলিংয়েজনপ্রিয় ‘ভোগ’, ‘দিওর’র মতো বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।