ATK Mohun Bagan: বাগানের বাতিলের খাতায় এই ফুটবলার

একটা প্রত‍্যাশা নিয়ে চেন্নাইয়ান এফসি থেকে দীপক টাংড়িকে এটিকে মোহনবাগান দলে নিয়ে ছিল৷ কিন্তু চেন্নাইয়ানের দীপক টাংড়ি এবং এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে বিরাট একটা ফারাক দেখা গেছে।

deepak tangri

বিরাট একটা প্রত‍্যাশা নিয়ে চেন্নাইয়ান এফসি থেকে দীপক টাংড়িকে এটিকে মোহনবাগান দলে নিয়ে ছিল৷ কিন্তু চেন্নাইয়ানের দীপক টাংড়ি এবং এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে বিরাট একটা ফারাক দেখা গেছে। সবুজ মেরুনে হয়ে দীপক টাংড়ির পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সেখানে কখনো ভালো খেলেন তিনি, তো কখনও খারাপ। তবুও দীপকের উপর ভরসা রেখেছিলেন সবুজ মেরুনের কোচ জুয়ান ফেরান্দো। লেনি এবং প্রণয়ের মতো ভালো ফুটবলাররা থাকতেও দীপকের উপর আস্থা রেখেছিলেন কোচ জুয়ান ফেরান্দো। তবুও দীপক টাংড়ি পাড়েননি নিজেকে মেলে ধরতে। ইদানিং ওড়িশা এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলাকালীন চোট পান দীপক টাংড়ি, তাই তার বদলে একপ্রকার বাধ‍্য হয়ে লেনিকে পরবর্তী ম‍্যাচ গুলোয় খেলান সবুজ মেরুনের কোচ। লেনি সেই পজিশনে নিজেকে বেশ ভালো ভাবে মেলে ধরেছে ইতিমধ্যে।

এদিকে একমাস হয়ে গেল, এখনো সুস্থ হয়ে ওঠেননি দীপক। কবে দীপক পুরোপুরি ম‍্যাচ ফিট হয়ে উঠবেন সেটাও স্পষ্ট নয় এখনও। এর ফলে দীপকের চোট নিয়ে খানিকটা চিন্তার মধ্যে আছে এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট‌। তাই তড়িঘড়ি করে পুইতিয়াকে আনা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে। এবার পুইতিয়া সুযোগ পেয়ে ভালো খেলা শুরু করলে দীপকের প্রথম একাদশে সুযোগ করে নেওয়া ভীষণ মুস্কিল হবে।