রবিবার শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ (Qatar Football world cup)। কাতারে ৩২টি দেশের এই লড়াইয়ের দিকে সকলের চোখ থাকবে। ২২তম বিশ্বকাপ মূলত তিনটি দেশ বিশ্বকাপের মঞ্চে বারেবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে। ব্রাজিল, জার্মানি ও ইটালি মোট ১৩ বার বিশ্বকাপ জিতেছে। মোট আটবার রানার্স হয়েছে তারা। যদিও মজার ব্যাপার হল, এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইটালি৷
বিশ্বকাপের মঞ্চে আধিপত্য দেখিয়েছে লাতিন আমেরিকা বিশ্বকাপের মঞ্চে লাতিন আমেরিকা বারেবারে আধিপত্য দেখিয়েছে। পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। দু’বার জিতেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ফ্রান্স জিতেছে দুই বার করে। শুধু তাই নয়, গোল্ডেন বুট জেতার ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন লাতিন আমেরিকার ফুটবলাররা। পাঁচবার ব্রাজিলের কোনও ফুটবলার এই সম্মান জিতেছেন৷ জার্মান ফুটবলাররা এই সম্মান পেয়েছেন তিনবার।যদিও প্রায় ৮০টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করেছে৷ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নরা মূলত নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে উঠে এসেছে। এশিয়ার কোনও দেশ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, তুরস্ক, চিলি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্রে মত দেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, কিন্তু কাপ জি পারেনি৷ ভারত কখনো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে।
যদিও কমনওয়েলথ দেশগুলিতে ক্রিকেট খুব প্রচলিত একটি খেলা। তবে বিশ্বব্যাপী ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেশি৷ ফিফা জাতিসংঘ স্বীকৃত ১৯৫টি দেশের সঙ্গে মিডিয়া লাইসেন্সিং চুক্তি পরিচালনা করেছে। অর্থাৎ ম্যাচগুলো সারা বিশ্বে সম্প্রচার করা হবে। এছাড়াও, ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের পুরস্কারের অর্থ ICC T20 ক্রিকেট বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি৷