থমাস কাপ জয়ের পরের দিনই এক সোনার পদ। তাও আবার অলিম্পিকে। সোমবার বধিরদের অলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছেন পাঞ্জাবের শ্রেয়া।
ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে এবারের বধিরদের অলিম্পিক। সোমবার ছিল ব্যাডমিন্টন ফাইনাল। ভারতের শ্রেয়ার বিরুদ্ধে ছিলেন জাপানের প্রতিনিধি। তাঁকে হারিয়েই সোনার পদক জিতেছেন পাঞ্জাবের ভাতিন্ডার মেয়ে শ্রেয়া।
আরও পড়ুন: I League : কলকাতার কোনো দলের কাছে নেই এই নজির
দেশের হয়ে এই কৃতিত্ব অর্জন করার পর তিনি বলেছেন, ‘আমার প্রথম অলিম্পিক। কোচকে ছাড়া এটা সম্ভব হতো না। সমস্যাকে সঙ্গে নিয়ে প্রস্তুতি চালিয়ে গিয়েছিলাম।’
এবারের বধিরদের অলিম্পিকে ভারতের হয়ে অংশ নিয়েছেন ৬৫ জন ক্রীড়াবিদ। ইতিমধ্যে আটটি সোনার পদক এসেছে । রুপোর পদক একটা এবং ব্রোঞ্জ আটটা। প্রতিযোগিতায় পদক জয়ের তালিকায় নয় নম্বরে রয়েছে ভারত।