I League : কলকাতার কোনো দলের কাছে নেই এই নজির

বিগত কয়েক মরশুমে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের উত্থান দেখেছে ভারতীয় ফুটবল। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফের আই লিগ (I League) সেরা হয়েছে তারা। সেই…

বিগত কয়েক মরশুমে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের উত্থান দেখেছে ভারতীয় ফুটবল। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফের আই লিগ (I League) সেরা হয়েছে তারা। সেই সঙ্গে গড়েছে অনন্য নজির।

পরপর দুই মরশুমে আই লিগ সেরার শিরোপা জিতেছে গোকুলাম কেরালা। যা কলকাতার কোনও দল করে দেখাতে পারেনি। বস্তুত ভারতের কোনো দলের নামের পাশেই এই নজির নেই। ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমে টুর্নামেন্ট সেরা দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব।

কলকাতা থেকে একমাত্র মোহনবাগান দু’বার আই লিগ জয়ের স্বাদ পেয়েছিল। ২০১৪-১৫ এবং ২০১৯-২০তে ট্রফি প্রবেশ করেছিল সবুজ মেরুন তাঁবুতে।

ইস্টবেঙ্গল আই লিগের অন্যতম ধারাবাহিক ক্লাব। কিন্তু ট্রফি ভাগ্য খারাপ। একাধিকবার খেতাবের কাছে এসেও তারা ট্রফি হাতে তুলতে পারেনি।

ডেম্পো, চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু এফসি একাধিকবার আই লিগ সেরা হলেও কেরালার ক্লাবটির নজির ভিন্ন। কারণ তারা পরপর দুটি মরশুমে টুর্নামেন্ট সেরা হয়েছে।