East Bengal jersey: কেমন হল লাল-হলুদের নতুন জার্সি? দেখে নিন

গতবারের হতাশা ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর লাল-হলুদ (East Bengal) শিবির। সেই মতো ব্রিটিশ কোচকে বিদায় জানিয়ে স্প্যানিশ তথা বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতকে দলে আনে ইস্টবেঙ্গল শিবির।

East Bengal's Stunning New Jersey

গতবারের হতাশা ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর লাল-হলুদ (East Bengal) শিবির। সেই মতো ব্রিটিশ কোচকে বিদায় জানিয়ে স্প্যানিশ তথা বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতকে দলে আনে ইস্টবেঙ্গল শিবির। বলাবাহুল্য, কলকাতা ময়দানে তিনি নতুন হলেও ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। এসেই ডার্বি রঙ লাল-হলুদ করেছেন এক নিমেষে। গতবারের কয়েকজন থাকলেও বাদ বাকি সকলেই নতুন এই ক্লাবে। এই নতুন দল নিয়ে পৌঁছে গিয়েছিলেন ডুরান্ড কাপের ফাইনালে। চূড়ান্ত সাফল্য না এলেও তার কাজে যথেষ্ট খুশি আপামর লাল-হলুদ জনতা।

তাছাড়া গত কয়েকদিন আগেই এফএসডিএলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে দশমতম হিরো আইএসএলের সময় সূচী। যেখানে আগামী ২১ তারিখ প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু ও কেরালা। তার কয়েকদিন পরেই জামশেদপুর এফসির বিপক্ষে অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। এসবের মাঝেই আজ নিজেদের হোম কিট প্রকাশ করল ইমামি ইস্টবেঙ্গল দল।

যেটি প্রকাশ করা হল লাল-হলুদ দলের গতবারের অধিনায়ক ক্লেটন সিলভার মাধ্যমে। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা নজরকাড়া না থাকলেও এককভাবে যথেষ্ট সফল থেকেছেন ক্লেটন। সেজন্য এবার তাকে সামনে রেখেই জার্সি প্রকাশ করল লাল-হলুদ ব্রিগেড।

ঘন্টাকয়েক আগেই একটি ভিডিও আপলোড করা হয় ক্লাবের তরফ থেকে। যেখানে দেখানো হয় ক্লাবের অন্ধকার মাঠে কিভাবে মশাল জ্বালিয়ে টানেল থেকে বেড়িয়ে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। তারপর মশাল হাতে দেখা যায় বেশকিছু লাল-হলুদ সমর্থকদের। তারপর কিভাবে অন্ধকার দূর করা হয় তা দেখানো হয়। যা সহজেই নজর কেড়েছে সমর্থকদের। বলাবাহুল্য, নয়া জার্সির ক্ষেত্রে সেই পুরোনো ধরনের লাল-হলুদ স্ট্রাইপ ধরা দিয়েছে এবার। যা সহজেই মনের মণিকোঠায় স্থান করে নিতে পারে লাল-হলুদ সমর্থকদের।