Punjab FC: সার্বিয়ান তারকাকে দলে টানতে চলেছে পঞ্জাব

গত ফুটবল মরশুমে সকলকে পিছনে ফেলে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পঞ্জাব এফসি (Punjab FC)। সেই সুবাদে এবারের এই নতুন মরশুমে আইএসএল খেলার সুযোগ এসে গিয়েছে এই দলের কাছে।

Serbian Star Marko Scepovic

গত ফুটবল মরশুমে সকলকে পিছনে ফেলে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পঞ্জাব এফসি (Punjab FC)। সেই সুবাদে এবারের এই নতুন মরশুমে আইএসএল খেলার সুযোগ এসে গিয়েছে এই দলের কাছে। সেইমতো দল বদলের বাজারে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেয় আইলিগ জয়ীরা। তবে নিজেদের পুরোনো খেলোয়াড়দের দিকেও নজর রাখতে ভোলেনি এই ফুটবল ক্লাব।

তাই নিজেদের দলের পুরোনো ফুটবলার তথা স্প্যানিশ তারকা জুয়ান মেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় এই ফুটবল ক্লাব।একটা সময় ইস্টবেঙ্গল দলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মের্নেন্দেজ গার্সিয়ার তত্ত্বাবধানে লাল-হলুদে খেলতে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে কোলাডোর সঙ্গে জুটি বেঁধে একের পর এক ম্যাচে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু পরের মরশুমেই দল ছেড়ে যোগদান করেন পাঞ্জাবে। সেখান থেকেই আসে সাফল্য।

   

তবে সেখানেই শেষ নয়, সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদেরকে দলে টানতে থাকে পাঞ্জাব। যাদের মধ্যে রয়েছেন মাদিহ তাতাল থেকে শুরু করে অভিষেক সিং, পরমবীর সহ মেলরয়ের মতো তারকা ফুটবলার। তবে শুধু দেশিয় ফুটবলার নয়, পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর পড়ে পাঞ্জাবের। এবার সেই তালিকায় উঠে আসল প্রাক্তন সার্বিয়ান তারকা মার্কো সেপোভিচ। হ্যাঁ ঠিকই শুনেছেন। গতবছর ও হিরো আইএসএলের জন্য প্রস্তাব এসেছিল এই তারকা ফুটবলারের কাছে। তবে শেষ পর্যন্ত আসতে রাজি হননি তিনি। তবে এবার নাকি পাঞ্জাব এফসিতে সই করতে চলেছেন তিনি।

উল্লেখ্য,কিছুদিন আগেই এই দলের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল দলের নয়া লোগো। যেখানে বদল আনা হয় দলের নামের ক্ষেত্রে। আসলে গত ফুটবল মরশুম পর্যন্ত রাউন্ডগ্লাস পাঞ্জাব হিসেবে পরিচিত হলেও আইএসএলে এসেই বদলে ফেলা হল সেটি। যারফলে, নয়া মরশুমে পাঞ্জাব ফুটবল ক্লাব কিংবা “পাঞ্জাব এফসি” হিসেবেই বিবেচিত হবে এই ক্লাব। তবে তাদের এই নয়া চমক আইএসএলের মঞ্চে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।