এশিয়া কাপের আগে গুরুতর চোট পেলেন পরপর সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার

ইংল্যান্ডে চলা লন্ডন ওয়ানডে কাপে দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যান পড়েছেন চোটের কবলে। এর আগে দুই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি

Prithvi Shaw

ইংল্যান্ডে চলা লন্ডন ওয়ানডে কাপে দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যান পড়েছেন চোটের কবলে। এর আগে দুই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু এখন তার হাঁটুতে চোট রয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে লন্ডন ওয়ানডে কাপ থেকেও ছিটকে গেছেন তিনি। এমন পরিস্থিতি থেকে ভারতের এই তারকা ক্রিকেটারের সেরে উঠতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে সমালোচকদের টার্গেটে থাকা ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ লন্ডন ওয়ানডে কাপে দারুণ ব্যাটিং করেছেন। পৃথ্বী দুটি ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি করেছিলেন। ইনিংসে ১৯ টি বিশাল ছক্কা এবং ৪৯ টি চার মেরে তার সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছিলেন তিনি। তবে এই বিধ্বংসী ইনিংসের পর হাঁটুতে চোট পাওয়ায় পৃথ্বী শ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। লন্ডন ওয়ানডে কাপে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলা পৃথ্বী শ-কে নিয়ে সম্প্রতি এই তথ্য জানা গিয়েছে।

নর্দাম্পটনশায়ার সিসিসি টুইট করে জানিয়েছে, ডারহাম দলের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান পৃথ্বী। যে কারণে তার চোটের বিষয়টি রিপোর্টে বেশি করে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে তাকে। নর্দাম্পটনশায়ারের কোচ জন স্যাডলার বলেছেন, “পৃথ্বীর ভালো চোট রয়েছে। তাই এটা দুঃখজনক যে ও আপাতত আর কোনো ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সে আমাদের ক্লাবের হয়ে ভালো করেছে।”

পৃথ্বী শ আইপিএলে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন ক্রমাগত। কিন্তু লন্ডন ওয়ানডে কাপে দারুণ প্রত্যাবর্তন করে চার ওয়ানডেতে ৪২৯ রান করেন তিনি। যেখানে রেকর্ড ২৪৪ রানও করেছেন এই ভারতীয়। এ ছাড়া আরও এক ম্যাচে ম্যাচে ১২৫ রান করেন শ। বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান তিনি।

উল্লেখ্য, পৃথ্বী শ হয়তো টিম ইন্ডিয়া থেকে ছিটকে যাচ্ছেন। তবে ভারতীয় ক্রিকেটে তাকে অবশ্যই লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে বিবেচনা করা হয়। পৃথ্বী তার প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না।