Transfer Window: রহিম আলিকে পেতে এগিয়ে এই ফুটবল ক্লাব, জানুন

Transfer Window: শেষ হয়ে গিয়েছে আইএসএল ফুটবল মরশুম। কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। শিল্ড…

rahim ali

Transfer Window: শেষ হয়ে গিয়েছে আইএসএল ফুটবল মরশুম। কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। শিল্ড ফাইনালে দল পরাজিত হলেও ট্রফি জয় করে পুনরায় বদলা নিয়েছে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মেরিনার্সদের কাছে। এসব ভুলে আগামী মরশুম থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য তাদের। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এবারের মরশুমের দলের মধ্যে যে বেশ কিছু বদল আসছে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে আরো একাধিক ফুটবলারদের বিদায় জানাতে পারে বাগান ব্রিগেড। এছাড়াও নিজেদের দলের একাধিক ফুটবলারদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আরও বেশ কয়েকটি ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে হায়দরাবাদ এফসি থেকে শুরু করে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি।

   

বলাবাহুল্য, এবারের এই সিজনে প্লে-অফে কোয়ালিফাই করলেও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে নতুন সিজেনের কথা মাথায় রেখে এখন থেকেই শক্তিশালী স্কোয়াড তৈরি করাই একমাত্র লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের ছাড়তে পারে চেন্নাইন।‌

যাদের মধ্যে উঠে আসছে রহিম আলির নাম। এই মরশুমের শুরুতে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি থেকে গিয়েছিলেন নিজের ক্লাবেই। তবে এই সিজনে বেশ কয়েকটি গোল ছাড়া খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি রহিম আলির।

সেজন্য আগামী মরশুমে তার বিকল্প ফুটবলার খুঁজছে ম্যানেজমেন্ট। এই সুযোগকে কাজে লাগিয়েই এই ভারতীয় ফরোয়ার্ডকে দলে নেওয়ার ক্ষেত্রে আসড়ে নেমেছে বেশ কয়েকটি ফুটবল ক্লাব। যাদের মধ্যে অনেকটাই এগিয়ে পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে, বড় অঙ্কের অর্থ প্রস্তাব পাঠানো হয়েছে তাদের তরফ থেকে।