Ram Temple: ক্ষমতায় এলে রাম মন্দির রায় বদল দেবেন রাহুল, বিস্ফোরক কংগ্রেস নেতা

রাম মন্দির ( Ram Temple) নিয়ে বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস নেতা। বহিষ্কৃত কংগ্রেস নেতার দাবি, ক্ষমতায় ফিরলে সুপ্রিম কোর্টের রাম মন্দির রায় বদলে দেবেন রাহুল গান্ধি।…

Ram Temple, Acharya Pramod, Rahul Gandhi

রাম মন্দির ( Ram Temple) নিয়ে বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস নেতা। বহিষ্কৃত কংগ্রেস নেতার দাবি, ক্ষমতায় ফিরলে সুপ্রিম কোর্টের রাম মন্দির রায় বদলে দেবেন রাহুল গান্ধি। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হয়ে গিয়েছে। এমনই দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণাম।

বহিষ্কারের পর রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন প্রমোদ। তাঁর দাবি, ‘সুপ্রিম কোর্ট রাম মন্দির রায় ঘোষণার পর আমেরিকার শুভান্যুধায়ীর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধি। ঘনিষ্ঠদের সঙ্গেও বৈঠক করেন। সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় এলে রাম মন্দির রায় বদলে দেবে। এর জন্য সুপার পাওয়ার কমিশন গঠন করবে কংগ্রেস। ঠিক যেমন সাহ বানু মামলার রায় বদলে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি।’

   

১৯৮৫ সালে শাহ বানু মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই মুসলিম মহিলাকে তাঁর স্বামী তালাক দেন। শীর্ষ আদালত নির্দেশ দেয়, বিচ্ছেদের পর ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব স্বামীকেই নিতে হবে। কিন্তু রাজীব গান্ধির নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস সরকার নতুন আইন এনে সেই রায় বদলে দেয়।

রাম মন্দির নিয়েও তেমনই পরিকল্পনা করেছেন রাজীব তনয় রাহুল। এমনই দাবি করছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা প্রমোদ। তিনি জানিয়েছেন যে এই রায় বদলের জন্য সুপার পাওয়ার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধি।

অযোধ্যার রাম মন্দির নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়। রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। ২০২০ সালের অগস্টে ভূমি পুজো হয়। আর গত বাইশে জানুয়ারি হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা।