MM Naravane : পরিস্থিতি আরও খারাপ হবে, আশঙ্কা ভারতীয় সেনা প্রধানের

আগামী দিনে পরিস্থিতি খারাপের দিকে এগোবে বলে মনে করছেন ভারতীয় সেনা প্রধান এমএম নারাভানে (MM Naravane)। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত এক বিষয়ে বলতে গিয়ে তিনি জানান,…

MM Naravane

আগামী দিনে পরিস্থিতি খারাপের দিকে এগোবে বলে মনে করছেন ভারতীয় সেনা প্রধান এমএম নারাভানে (MM Naravane)। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত এক বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘ভালো করে তাকালেই বোঝা যাবে আশেপাশে কী চলছে’।

আলোচনার অন্যতম বক্তব্য ছিল চিন এবং পাকিস্তান। যদিও নারাভানে নিজের বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। আভাস দেওয়ার চেষ্টা করেছেন বাস্তব পরিস্থিতি সম্পর্কে। ‘এটা সবে ট্রেলার। আগামী দিনে সংঘাত আরও বাড়বে’, বলেছেন ভারতীয় সেনা প্রধান।

‘আমরা এখন ভবিষ্যতের সংঘাতের ট্রেলারগুলি প্রত্যক্ষ করছি মাত্র। এই সম্পর্ক প্রতিদিন তথ্য পাওয়া যাচ্ছে- মাঠে-ময়দানে, সাইবারস্পেসে। দেশের সীমান্ত বরাবর অশুভ কার্যকলাপও চালানো হচ্ছে।’

এমএম নারাভানের কথায় আলাদা করে জায়গা পেয়েছে দেশের উত্তর প্রান্ত। আশঙ্কার কথা শোনালেও তিনি জানিয়েছেন পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা। উপলব্ধ রসদকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সমস্যা নিরসনে তাঁরা সচেষ্ট। সেনা প্রধান মনে করিয়ে দিয়েছেন যে ভারতের প্রতিবেশী দেশগুলোর কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। যা ভাবনার অন্যতম কারণ। আগামী দিনে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তৈরি থাকতে হবে ভারতকে।