Chennaiyin FC: রহিম আলিদের সামনে আরও গভীর সমস্যা

চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি চেন্নাইন এফসি (Chennaiyin FC)। তিন ম্যাচের মধ্যে তিনটিতে হেরে লীগ ক্রম তালিকার সবার শেষে রয়েছে…

Chennaiyin FC

চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি চেন্নাইন এফসি (Chennaiyin FC)। তিন ম্যাচের মধ্যে তিনটিতে হেরে লীগ ক্রম তালিকার সবার শেষে রয়েছে তারা। আগামী দিনে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ।

রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি এবারই প্রথম আইএসএল খেলছে। সেই হিসেবে দেখতে গেলে জামশেদপুরের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স মন্দ নয়। অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করেছে পাঞ্জাবের ফুটবল দলটি। এই ফলাফলে খুশি ক্লাবের কোচ Staikos Vergetis। বিশেষত নিজের দলের রক্ষণ নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

টাটা স্পোর্টস কমপ্লেক্স থেকে পাঞ্জাব এফসি দলের কোচ Staikos Vergetis বলেছেন, “আমি আমার দলের ছেলেদের পার্ফরম্যান্স নিয়ে খুশি। রক্ষণের ব্যাপারে আমরা আগ্রাসী মনোভাব দেখাতে পেরেছি। গত ম্যাচের থেকেও এই ম্যাচের পারফরম্যান্স আমার কাছে স্বস্তির বিষয়।”

গোল করার লোকের অভাবে ভুগছে চেন্নাইন এফসি। ভালো প্রোফাইলের ফুটবলার দলে থাকলেও আশানুরূপ ফর্মে তারা নেই। পাঞ্জাব এফসির ডিফেন্স আরও মজবুত হলে কঠিন পরীক্ষার মুখে পড়বে চেন্নাইন এফসি। আক্রমণ গড়ার ব্যাপারে পাঞ্জাব এফসি কোচ বলেছেন, “আক্রমণ গড়ার ক্ষেত্রে আমরা বেশি পাস খেলতে পারিনি। আগের ম্যাচগুলোর দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলকভাবে বেশি আক্রমণ গড়েছিলেন। প্রতিপক্ষ কেমন সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।”