Transfer Window: বিনীত রাইয়ের দিকে নজর পাঞ্জাব এফসির

Transfer Window: শনিবার শেষ হয়েছে এবারের আইএসএল ফুটবল মরশুম। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। সেই নিয়ে যথেষ্ট…

Vinit Rai

Transfer Window: শনিবার শেষ হয়েছে এবারের আইএসএল ফুটবল মরশুম। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। সেই নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে দলের সমর্থকদের। হিসেব অনুযায়ী আগামী জুলাই থেকে শুরু হতে পারে পরবর্তী সিজনের টুর্নামেন্ট।

সেই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। পিছিয়ে থাকেনি কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল। এবারের ইন্ডিয়ান সুপার লিগের মাঝামাঝি সময় থেকেই বেশকিছু ফুটবলারদের দিকে নজর ছিল মশাল ব্রিগেডের। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসছিল বিনীত রাইয়ের নাম।

   

এই মরশুমে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ও দেখা গিয়েছিল তাকে। নতুন মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে পরবর্তীতে আর কোন কিছুই জানা যায়নি।

শেষ পর্যন্ত জানা গিয়েছিল, বছর ছাব্বিশের এই ফুটবলারকে নাকি দুই বছরের জন্য দলে নিতে আগ্ৰহী মশাল ব্রিগেড। সেইমতো তাকে চুক্তি পত্র পাঠানো হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্স এই ফুটবলারকে নেওয়ার জন্য আসরে নামলেও এগিয়েছিল ইস্টবেঙ্গল। এবার উঠে আসল নয়া তথ্য।

বছর ছাব্বিশের এই ভারতীয় তারকাকে দলে পেতে এবার আসরে নেমেছে ভার্জেটিসের পাঞ্জাব এফসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শোনা যাচ্ছে, যথেষ্ট বড় অঙ্কের অর্থ প্রস্তাব পাঠানো হয়েছে এই ফুটবলারকে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই দাপুটে ফুটবলার।