Mohun Bagan: কবে থেকে মাঠে নামবেন হ্যামিল? তৈরি হল ধোঁয়াশা

গত শনিবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়েন্টস ফুটবল দল। যেখানে প্রথম দিকেই তরুণ ফুটবলার অজয় ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল…

Brandon Hamill

গত শনিবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়েন্টস ফুটবল দল। যেখানে প্রথম দিকেই তরুণ ফুটবলার অজয় ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। তবে পরবর্তীতে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর করা গোলে সমতায় ফেরে মোহনবাগান সুপারজায়ান্টস দল।‌

যারফলে, প্রথমার্ধের শেষে খেলার ফলাফল অমীমাংসিত ভাবেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমনের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ। সেখান থেকেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তবে নির্ধারিত সময় শেষে হওয়ার আগেই গোল শোধ করেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।

যারফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে চোট আঘাতের সমস্যা প্রবল ভাবে দেখা যায় দুই দলের ফুটবলারদের মধ্যে। লাল-হলুদের তরফে খেলতে গিয়ে চোট আসে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো থেকে শুরু করে দলের ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের। যার দরুন মাঝপথেই মাঠ ছেড়ে চলে যেতে হয় এই দুই ফুটবলারকে। বর্তমানে নাওরের মহেশ সিং সুস্থ থাকলেও এখনো সমস্যা থেকে গিয়েছে সাউল ক্রেসপোর।  অন্যদিকে চোট পান সবুজ-মেরুন দলের দুই দাপুটে আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলের।

বর্তমানে যথেষ্ট গভীর চোট রয়েছে এই দুই তারকার। যার দরুন আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দুজনকে। তবে আনোয়ার আলী কিছুটা দ্রুত মাঠে ফিরে আসলেও চিন্তা বাড়াচ্ছেন অজি ডিফেন্ডার। তার অনুপস্থিতি বাগান ব্রিগেডের রক্ষণভাগে যে বাড়তি চাপ সৃষ্টি করবে তা কিন্তু বলাই চলে।