কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে দুই সদস্যদের ধস্তাধস্তি

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: পঞ্চায়েত সমিতির সদস্যদের বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল! বিজেপি পরিচালিত সমিতির সভাপতি সহ সদস্যদের ধস্তাধস্তিতে বিরোধী সদস্য তৃণমূল প্রতিকে জেতা পঞ্চায়েতে…

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: পঞ্চায়েত সমিতির সদস্যদের বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল! বিজেপি পরিচালিত সমিতির সভাপতি সহ সদস্যদের ধস্তাধস্তিতে বিরোধী সদস্য তৃণমূল প্রতিকে জেতা পঞ্চায়েতে সদস্যরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ পঞ্চায়েত সমিতি’র সভাকক্ষে।

যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হলেও, কাঁথি ১ পঞ্চায়েত সমিতিতে বিরোধী দল হল তৃণমূল কংগ্রেস। যদিও কৃষি কর্মাধ্যক্ষ স্বামীকে হেনস্থা অভিযোগ উঠেছে। অভিযোগ, পঞ্চায়েত সমিতিতে কৃষি কর্মদক্ষের কাজ বন্টন নিয়ে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের বচসা তৃণমূলের প্রতীকে জেতা সমস্ত পঞ্চায়েত সদস্যরা।

এদিন কর্মকাণ্ড নিয়ে বিডিও অমিতাভ বিশ্বাসের কাছে কৈফত চাইতে যান তৃণমূলের প্রতিকে জেতা পঞ্চায়েত সমিতির সদস্যরা। তখনই বিডিও অমিতাভ বিশ্বাস পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষকে ডেকে পাঠান। কিছু কর্মাধ্যক্ষ উপস্থিত না হয়ে তার স্বামী বিডিও অফিসে হাজির হন৷

তখনই পঞ্চায়েত সদস্যরা কৃষি কর্মদক্ষ্য কেন উপস্থিত হয়নি জানতে চান। তারপরেই তৃণমূলের প্রতীকে জয়ী হওয়া সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যদের উপর চড়াও হয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা বলে অভিযোগ।

কোন রকমের পরিস্থিতি সামাল দেন বিডিও। তারপরেই এই অমানবিক অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। তারপরেও বিজেপি প্রতীকে জয়ী হওয়া সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে সভাপতি বিডিও সামনে অবস্থান বিক্ষোভ করেন। প্রায় এক ঘন্টার পর তারা অবস্থান বিক্ষোভ তুলে নেয়।

কাঁথি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা কাঁথি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পট্টনায়ক বলেন. “বিজেপি পঞ্চায়েত সমিতি’কে নিজেদের ঘরের সম্পত্তি হিসেবে মনে করছে। সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের বঞ্চিত করছে। আর প্রতিবাদ করতে যেতেই আমাদের উপর অতর্কিত গালিগালাজ করেছে ও চড়াও হয়েছে। সুব্যবস্থা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো৷”

পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সোহেল বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিল চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়বে, কিন্তু কাঁথি ১ পঞ্চায়েত সমিতির চোর যুক্ত গ্রাম পঞ্চায়েত গড়েছে। এটা খুবই লজ্জাজনক ঘটনা। পঞ্চায়েত সমিতি মহিলা সদস্যদের উপর চড়াও হচ্ছে৷”

এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কাঁথি ১ পঞ্চায়েত সমিতি’র সভাপতি অর্চনা প্যড়য়া। তিনি বলেন, “পঞ্চায়েতে’র কৃষি দফতরের বন্টন নিয়ে সমস্যা হয়েছিল। তখনই কিছু পঞ্চায়েত সদস্য এসে জোরপূর্বক চড়াও হয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিডিও সামনে অবস্থান বিক্ষোভ করেছি৷”

যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বিডিও অমিতাব বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি। তাই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।