‘সবজু মেরুনের মায়াটা কাটানো সত্যি একটু কঠিন’, বিদায় বেলায় বলছেন প্রীতম

জল্পনা সত্যি হল। মোহনবাগান ছাড়ছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। ক্লাবের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে। প্রীতম নিজেও আবেগ সামলে রাখতে না পেরে করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট।

Pritam Kotal

জল্পনা সত্যি হল। মোহনবাগান ছাড়ছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। ক্লাবের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে। প্রীতম নিজেও আবেগ সামলে রাখতে না পেরে করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট।

এমন কয়েকজন ফুটবলার থাকেন যাদের সঙ্গে সমর্থকরা অনুভব করেন আবেগের টান। প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান সমর্থকদের সম্পর্ক তেমনই। বাগান জনতার কাছে তিনি ক্যাপ্টেন। প্রীতমের বদলে মোহন বাগান সুপার জায়ান্ট দলে নিচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য তারকাকে। প্রীতমের বদলে সাহাল আব্দুল সামাদ। খাতায় কলমে এই সোয়াপ ডিলের কোনো তুলনা হয় না। মোহন বাগান সুপার জায়ান্ট পেশাদারিত্বের সঙ্গে নিজেদের পকেট বাঁচিয়ে স্কোয়াডে যুক্ত করছেন সামাদকে। তবুও পেশাদার ফুটবলের সঙ্গে এখনও এসে মেশে আবেগ।

সামাজিক মাধ্যমে প্রীতম বলেছেন, “কিচ্ছুটি থেমে থাকে না। পায়ে পায়ে পাড়ি দেয় অন্য কোথাও। তবুও ফেলে আসা সময়টুকু সাথে থেকে যায়। সেই সবুজ মেরুনের আবেগ, গ্যালারিতে সমর্থকদের চিৎকার, তাদের হাসি, তাদের চোখের জল, সতীর্থদের ভালোবাসা এগুলো না হয় জমা থাকুক আমার মনে। একসাথে বেঁধে থাকা এতগুলো বছর। অধিনায়ক হিসেবে নিজেকে নতুন করে পাওয়া। সবকিছুই আমার সঞ্চয়কে আরও পরিপূর্ণ করেছে। তবে আপাতত টান টান উত্তেজনা নিয়েই মোহন বাগান -এর হয়ে খেলা শেষের বাঁশি বেজে গেছে। বলতে দ্বিধা নেই নিজেকে উজাড় করে দিয়ে যে ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। আসলে কী জানেন তো, বিপক্ষ দলের খেলোয়াড়ে পা থেকে বলটা কাটানো যায় কিন্তু এই সবজু মেরুনের মায়াটা কাটানো সত্যি একটু কঠিন হয়ে যায়। সবাইকে অফুরান ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোন একদিনে…..।”