গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে নর্থইস্ট ইউনাইটেডের (Northeast United FC)। প্রথমদিকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও সময়ের সাথে সাথে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যায় এই দল। যারফলে, লিগ টেবিলের একেবারে শেষে থেকেই নিজেদের যাত্রা শেষ করে জন আব্রাহামের এই ফুটবল দল।
এমনকি পরবর্তী সময় দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট সুপার কাপে ও আশানুরূপ পারফরম্যান্স হয়নি তাদের। যা দেখে হতাশ সকলেই। তবে আগত নয়া ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব। সেজন্য, অনেক আগে থেকেই গোটা দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। সেইজন্য, গত কয়েকমাস আগেই দলের সঙ্গে যুক্ত করা হয় বেঙ্গালুরু এফসির প্রাক্তন সিউ মন্দার তামহানেকে।
কয়েকমাস আগেই নর্থইস্ট দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় তামহানের নাম। একটা সময় কার্লোস কুয়াদ্রাতের সাথে বেঙ্গালুরু দলের হয়ে কাজ করলেও পরবর্তীকালে বেঙ্গালুরু ছেড়ে বিদেশে চলে যান এই আইএসএল জয়ী কোচ। তারপরও বেঙ্গালুরুতে ছিলেন মন্দার। তবে পরবর্তীকালে তিনি দল ছাড়লে অনেকেই ভাবেন, এবার হয়ত লাল-হলুদে এসে কুয়াদ্রাতের সঙ্গে কাজ করবেন তিনি।
কিন্তু না শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে নর্থইস্ট দলের থিঙ্কট্যাঙ্ক হিসেবে যুক্ত হন এই তারকা। তবে দল গঠনের ক্ষেত্রে টুর্নামেন্টের তাবড় তাবড় দল তথা মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু কিংবা কলকাতার দুই প্রধানের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছে এই ফুটবল দল।
সেইমতো গত কয়েকদিন আগে আইলিগের অন্যতম দাপুটে দল শ্রীনিধি ডেকানের থেকে এক তরুণ ডিফেন্ডারকে দলে টানে আইএসএলের এই ক্লাব। তিনি দিনেশ সিং। একটা সময় আইলিগের অন্যতম দল রয়েল উইংডোর হয়ে প্রথম খেলতে আসেন জাতীয় লিগে। পরবর্তীতে রিয়াল কাশ্মীর থেকে শুরু করে ট্রাউ এফসির মতো দলেও খেলেছিলেন তিনি। সেখান থেকে এবার ডেস্টিনেশন নর্থইস্ট।
এছাড়াও ইমরান খানের মতো তরুণ ফুটবলার ও এসেছেন এই দলে। এইবার সেই তালিকায় যুক্ত হল থই সিংয়ের নাম। বছর কয়েক আগে রিলায়েন্স ইয়ং চ্যাম্পস থেকে উত্তরণ হয় এই প্রতিভাবানের। পরবর্তীতে বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের হয়ে খেলেন তিনটে মরশুম। সেখান থেকেই এবার নর্থইস্ট দলের সঙ্গে যুক্ত হলেন এই সেন্টার ফরোয়ার্ড।