HomeSports NewsNortheast United: আইএসএলের জন্য নতুন কোচ নিয়োগ করল নর্থইস্ট, কে এই কোচ?

Northeast United: আইএসএলের জন্য নতুন কোচ নিয়োগ করল নর্থইস্ট, কে এই কোচ?

- Advertisement -

আসন্ন হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রতিটি ক্লাব। প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার পাশাপাশি কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস লড়াইয়ে এগিয়ে থাকলেও ধীরে ধীরে আসরে নামে ওডিশা থেকে শুরু করে ওডিশা ও কেরালার মতো দলগুলো। এবার আসরে নামল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। এবার নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করা হল তাদের তরফে।

আগামী মরশুমের জন্য নর্থইস্টের কোচ হচ্ছেন হুয়ান পেদ্রো বেনালিক। ক্লাবে যোগ দেওয়ার পর তিনি বলেন, এইরকম দলের কোচ হতে পারা আমার কাছে ব্যাপক সম্মানের। দল নিয়ে কাজ করার জন্য আমি প্রচন্ড আগ্ৰহী। আমরা একটি প্রতিযোগিতা মূলক একাদশ তৈরি করতে চাই। পাশাপাশি এই স্প্যানিশ কোচ আরও বলেন, আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে অনেকেই এই হিরো আইএসএলে আছে। যেমন মুর্তাজা ফল, হুগো বুমো, জাহিদ ক্রাইচ। সুতরাং তাদের অনেককেই আমি চিনি। সেইসাথে নতুন কোচ সার্জিও লোবেরা ও মিগুয়েল অ্যাঞ্জেলেস মতো কোচদের সাথে ও কাজ করার সুযোগ হয়েছে। এনারা প্রত্যেকেই আসন্ন লিগে আমাদের বিপক্ষে থাকবে।

Advertisements

গত ২০০৮ সালে জে লিগে ভিসেল ফুটবল ক্লাবের দায়িত্ব ছিলেন তিনি। সেবার জাপানের সেরা দল হয় তারা। এছাড়াও শারজা ফুটবল ক্লাবের পাশাপাশি এসসি মহম্মদিয়ার দায়িত্ব সামলেছেন এই কোচ। এবার আসন্ন আইএসএলে তার হাত ধরেই ভালো ফলের আশায় নর্থইস্ট ইউনাইটেড। শেষ ফুটবল মরশুম খুব একটা সুখকর হয়নি তাদের। পয়েন্ট টেবিলের শেষে থেকেই অভিযান শেষ করতে হয়েছে তাদের। এবার ভালো ফলের অপেক্ষায় মান্দার তামহানের ক্লাব।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ