গত ২০১৭-১৮ আইএসএল মরশুমে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল অভিষেক বচ্চনের চেন্নাইন (Chennaiyin FC) দল। কয়েক মরশুম বাদে আবার ও এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলেও এটিকের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। সময় যত এগিয়েছে পারফরম্যান্সের দিক থেকে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই পিছিয়ে গিয়েছে এই ফুটবল দল।
এমনকি গত ফুটবল মরশুমে ও খুব একটা দাগ কাটতে পারেনি আইএসএল জয়ী এই ফুটবল দল। ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে নিজেদের অভিযান শেষ করেছে চেন্নাইন দল। তবে এবার নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া আইএসএলের এই ফুটবল ক্লাব। তাই দল বদলের বাজার থেকে একাধিক তারকা ফুটবলারদের দলে টেনেছে এই ক্লাব। এবার এক ব্রাজিলিয়ান তারকাকে চূড়ান্ত করার পথে চেন্নাইন।
বলাবাহুল্য, অন্যান্য দল গুলির তুলনায় নতুন মরশুমের দল গঠনের ক্ষেত্রে এবার তরুণ ফুটবলারদের উপর বাড়তি জোর দেয় চেন্নাইন এফসি। আসলে ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভারতীয় ফুটবলার তৈরির ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করতে চাইছে চেন্নাইন ম্যানেজমেন্ট। সেজন্য, অঙ্কিত মুখার্জী থেকে শুরু করে দুই উদীয়মান প্রতিভা তথা গোলরক্ষক প্রতীক কুমার সিং ও ডিফেন্ডার সাচু সিবিকে যুক্ত করে ম্যানেজমেন্ট।
পাশাপাশি বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে ও অন্যান্য দল গুলির মতো ব্যাপক দক্ষতা দেখায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই জন্যই এবার সমস্ত রকমের ফিটনেস টেস্ট করিয়ে নিয়ে ব্রাজিলিয়ান তারকা রাফায়েল ক্রিভেলারোকে দলে টানতে চাইছে এই দল।
গত ১৯-২০ ফুটবল মরশুমে চেন্নাইন দলের হয়েই খেলেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তীতে গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে ও যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে এবার ফের ঘরে ফিরতে চলেছেন ক্রিভেলারো।