Nusrat Jahan: টাকা নিয়েছে নুসরত জাহান বললেন শঙ্কু

তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রবীনদের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার বিরুদ্ধে আজ…

Nusrat Jahan

তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রবীনদের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার বিরুদ্ধে আজ নুসরত জাহান প্রেস কনফারেন্স করেন। এবং সেখানে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এরপরেই পাল্টা প্রেস কনফারেন্স করে নুসরতকে মিথ্যাবাদী বলে দাবি করেন শঙ্কুদেব।

শঙ্কুদেব পণ্ডা সাংসদ নুসরতকে নিশানা করে বলেন, “রাজ্যের একজন এমপি যার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ দিয়েছেন। তিনি কি করতে হবে না করতে হবে সেটা বলেছেন কিন্তু তিনি কি করেছেন সেটার উত্তরই দেয়নি। তিনি যা করেছেন সেটা অত্যন্ত ভয়ংকর, চিন্তার, উদ্বেগের। এতক্ষণ পর্যন্ত কেনো কলকাতা পুলিশ ওনাকে গ্রেফতার করছে না বা ডেকে পাঠাচ্ছে না। সেটা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করছি”।

শঙ্কু আরো বলেন, “কনফারেন্সে মিডিয়া কি করবেন সিটিজেনরা কি করবেন এসব নিয়ে জ্ঞান রয়েছে। কিন্তু উনি কয়েকটা বিষয়ের প্রশ্নের উত্তর দেননি। উনার বিরুদ্ধে যে ফরমাল কমপ্লেন আমরা লঞ্চ করেছিলাম তাতে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ২০১৪, ২০১৫ এই সময়ে উনি ডিরেক্টর ছিলেন। একজন ডিরেক্টর বলছেন কোম্পানি আমার নয়। তিনি যখন ডিরেক্টর ছিলেন তখনই সিনিয়র সিটিজেনদের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে তোলা হয়। অথচ তার দায় নিয়ে তিনি একটা কথাও বললেন না”।

শঙ্কুদেব আরো বলেন, “উনি বলছেন কোম্পানি থেকে লোন নিয়েছেন। চোর চুরি করা জিনিস ফিরিয়ে দিয়ে সে প্রমাণ করে যে সে চুরি করেছে। যে টাকা এদের কাছ থেকে উঠেছেন নুসরত জাহান সেই টাকা নিয়েছে। দফায় দফায় তিনি টাকা নিয়েছে। সেই টাকা আবার প্রোপার্টি কিনেছেন”।

চেক ধরে ধরে বেশ কিছু প্রমাণ দেখান শঙ্কুদেব পণ্ডা। তিনি বলেন চেকেই রয়েছে টাকা দেওয়ার প্রমাণ। টাকা নিয়েছে নুসরত জাহান। গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রবীনদের টাকা চুরি করার অভিযোগ উঠছে নুসরতের বিরুদ্ধে। তবে নুসরাতের বক্তব্য নিয়ে সন্তুষ্ট নন বিরোধীদল।