ISL এর প্রাক্তন ক্লাবে ফিরে যেতে পারেন নাইজেরিয়ান গোলমেশিন

বয়স যে শুধু সংখ্যা মাত্র সেটা প্রমাণ করে দিয়েছেন Bartholomew Ogbeche। ৩৮ বছরের এই নাজেরিয়ান বুড়ো হাড়ে যে ভেল্কি এখনও অব্দি দেখিয়েছেন তাতে ভারতীয় ফুটবল প্রেমীরা মোহিত।

Nigeria goal machine Bartholomew Ogbeche

বয়স যে শুধু সংখ্যা মাত্র সেটা প্রমাণ করে দিয়েছেন Bartholomew Ogbeche। ৩৮ বছরের এই নাজেরিয়ান বুড়ো হাড়ে যে ভেল্কি এখনও অব্দি দেখিয়েছেন তাতে ভারতীয় ফুটবল প্রেমীরা মোহিত। আগামী দিনে তিনি কোন ক্লাবে যোগ দেন সেটা জানতে অনেকেই আগ্রহী।

ওগবেছের বয়স দেখার পর অনেকেই ভ্রূ কুঞ্চিত করেছিলন। এই বয়সে ফুটবলাররা সাধারণত অবসর জীবন উপভোগ করেন। সেখানে এই নাইজেরিয়ানের থেকে খুব বেশি কিছু অনেকেই প্রত্যাশা করেননি। তবে তার ফুটবল প্রোফাইলে যেহেতু প্যারিস সেন্ট জার্মেইনের সিনিয়র দলের ছাপ রয়েছে তাই সমীহ আদায় করে নিয়েছিলেন। ভারতে এসেছিলেন ২০১৮ সালে, মানে প্রায় ৫ বছর আগে। এখনও খেলছেন এবং আগামী মরসুমেও খেলবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার

ভারতে একাধিক ভালো মানের বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড। দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড দারুণ সফল না হলেও ভারতীয় ফুটবলে তাদের অবদান অনস্বীকার্য। জাতীয় ফুটবলের অন্যতম সাপ্লাই লাইন দেশের উত্তর পূর্ব অঞ্চল। গতবারও অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাবকে। নতুন মরসুমে মাঠে নামার আগে নিজেদের নতুন করে গুছিয়ে নিচ্ছে ক্লাব।

Bartholomew Ogbeche

ভারতীয় ফুটবল মহলে গুঞ্জন, Bartholomew Ogbeche-কে ফিরিয়ে আনতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড। এই ক্লাবের হয়েই ইন্ডিয়ান সুপার লীগ তথা ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন এই হাইপ্রোফাইল স্ট্রাইকার। নর্থ ইস্ট ইউনাইটেডে ফের সই করলে ওগবেছের দিকে নজর রাখতে হবে। কারণ এই ক্লাবের জার্সি গায়ে ১৮ ম্যাচে ১২ গোল করেছিলেন তিনি। এই বয়সে ফের কি পারবেন? বিগত কয়েক মরসুমের মতো আসন্ন সিজনেও থাকবে এই প্রশ্ন।