Transfer Window: বড় সুযোগ পাওয়ার পথে ইস্টবেঙ্গলের প্রাক্তন লেফট ব্যাক

Transfer Window: আসন্ন মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে ওড়িশা এফসি। কোচ সের্জিও লোবেরাকে সামনে রেখে সৈকত নগরীর দলে এখন নতুনের বার্তা।

Jerry Lalrinzuala

Transfer Window: আসন্ন মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে ওড়িশা এফসি। কোচ সের্জিও লোবেরাকে সামনে রেখে সৈকত নগরীর দলে এখন নতুনের বার্তা। বিভিন্ন পজিশনে রিক্রুট করা হয়েছে ফুটবলার। ভারতীয় ফুটবলে পরীক্ষিত তারকা ফুটবলারদের ইতিমধ্যে নিশ্চিত করেছে ওড়িশা এফসি। পাশাপাশি চলছে ভারতীয় প্রতিভা অন্বেষণের কাজ। এরই মধ্যে বড় সুযোগ পেতে চলেছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলার।

ভারতীয় ফুটবল আঙিনায় Jerry Lalrinzuala। বয়স মাত্র ২৪ বছর হলেও নিজের প্রতিভার ঝলক অনেক বছর আগেই দেখিয়েছিলেন AIFF এলিট অ্যাকাডেমির এই ছাত্র। গত মরসুমে খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। দেশের শতাব্দী প্রাচীন ক্লাবে খেললেও জেরির সময়টা খুব একটা ভালো ছিল না। ২০২২-২৩ মরসুমেও ইস্টবেঙ্গল ভরাডুবির সম্মুখীন হয়েছিল।  এরপর নতুন মরসুম শুরু হওয়ার আগে ছেড়ে দেওয়া হয় জেরি লালরিনজুয়ালাকে।

East Bengal extended the contract with two more footballers

Chennaiyin FC ২০১৬ সালে জেরি লালরিনজুয়ালাকে নিজেদের ক্লাবের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। এক মরসুম লোনে অন্য ক্লাবের হয়ে খেলার পর ইন্ডিয়ান সুপার লীগের নিয়মিত ফুটবলার হয়ে উঠেছিলেন মিজোরামের এই ফুটবলার। খেলেন মূলত লেফট ব্যাক পজিশনে। দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্লাবে ২০১৬ থেকে ছিলেন ২০২২ পর্যন্ত। তারপর এসেছিলেন কলকাতায়, যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে।

খাতায় কলমে ইস্টবেঙ্গলের দল খুব একটা খারাপ ছিল না। কিন্তু যে কোনো কারণেই হোক খেলা দানা বাঁধেনি। একাধিক গোল এগিয়ে থাকা ম্যাচ শেষ মুহূর্তে হাতছাড়া করেছিল দল। ভালো মানের ডিফেন্ডার থাকার পরও নিয়মিত গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। জেরি লাল হলুদ জার্সিতে ১৯ টি ম্যাচ খেলেছিলেন। বেশিরভাগ ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নতুন ক্লাবের জার্সিতে নিজেকে নতুন করে মেলে ধরতে চাইবেন নিশ্চই।