East Bengal: অন্যান্য ট্রফিতে খেলার পরিকল্পনা লাল-হলুদের জুনিয়র দলের

গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের সময় থেকেই দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র ফুটবল দল। সেবার মোহনবাগানের পাশাপাশি একাধিক শক্তিশালী দলকে হারিয়ে জোন থেকে…

east bengal junior team

গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের সময় থেকেই দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র ফুটবল দল। সেবার মোহনবাগানের পাশাপাশি একাধিক শক্তিশালী দলকে হারিয়ে জোন থেকে প্রথম হয়ে উঠলেও জাতীয় স্তরে গিয়ে শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালে যাওয়ার আগেই তাদের পরাজিত হতে হয়েছিল রিলায়েন্স ইয়ং চ্যাম্পসদের বিপক্ষে।

যারফলে, সেখানেই শেষ হয়ে যায় অভিযান। তারপর কলকাতা ফুটবল লিগের দিকেই নজর ছিল তুহিনদের। সেখানে প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে কোনোরকমে ড্র করলেও পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা কাস্টমস, উয়াড়ি অ্যাথলেটিক সহ একাধিক দলের বিপক্ষে বড়সড় ব্যবধানে জয় তুলে নিতে থাকে কলকাতার এই প্রধান। তবে মাঝে একবার রঞ্জন চৌধুরীর ভবানীপুরের বিপক্ষে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করতে হলেও পরবর্তীকালে ফের নিজেদের ছন্দ বজায় রেখেই সুপার সিক্সে স্থান করে নেয় ইস্টবেঙ্গল।

সেখানেই ঘটে যায় বিপত্তি। সুপার সিক্সের ম্যাচে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল। নন্দকুমার থেকে শুরু করে নিশু কুমারের মতো তারকা তুহিনদের সাথে খেললেও শেষ রক্ষা হয়নি। ডেভিডদের দাপটে কার্যত খরকুটোর মতো উড়ে যায় মশাল ব্রিগেড। তারপরেই কলকাতা লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বিনো জর্জের ফুটবল দলের। ডুরান্ড কাপের পর কলকাতা লিগেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে আসেন এই তারকা। পরবর্তীতে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়ে কলকাতা লিগ জিতে নেয় মহামেডান দল। তবে বিজয়ী নির্বাচিত হয়ে গেলেও এখনো বাকি রয়েছে বেশকিছু ম্যাচ।

তার মধ্যে গতকাল কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে লাল-হলুদ। যা নিয়ে খুশি সকলেই। তবে কলকাতা লিগ না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে বিনো জর্জের মধ্যে। তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ও বুঝিয়ে দিয়ে যান তিনি। সেইসাথে কলকাতা লিগের পর গোল্ডকাপ সহ আরও একাধিক টুর্নামেন্ট খেলার কথা রয়েছে লাল-হলুদের জুনিয়র দলের। এখন সেদিকেই নজর সকলের।