Jamshedpur FC: ইন্টারমিলানের প্রাক্তন ফুটবলারকে দলে টানল জামশেদপুর

শেষ ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথমদিকের সমস্ত কিছু চলন সই থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে দলের গতিবিধি।

Alen Stevanovic

শেষ ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথমদিকের সমস্ত কিছু চলন সই থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে দলের গতিবিধি। মাঝখানে একবার দল ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও তা সাময়িক থেকেছে। দুই – তিনটি ম্যাচ এগোতেই সেই আগের মতোই পরিস্থিতি দেখা দেয়। যারফলে, শেষ পর্যন্ত লিগ টেবিলের দশ নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয় একবারের লিগ শিল্ড জয়ী এই ফুটবল দলকে।

তবে সুপার কাপে অপেক্ষাকৃত অনেকটাই ভালো পারফরম্যান্স থেকেছে এই ফুটবল দলের। কোচ বুথরয়েডের তত্ত্বাবধানে একেবারে লড়াকু মেজাজে ধরা দেয় চিমা চুকুদের। হিরো আইএসএলের পয়েন্ট টেবিল অনুসারে দল একেবারে তলানিতে থাকলেও দেশের সর্বোচ্চ কাপ টুর্নামেন্টে যথেষ্ট প্রভাব ফেলে জামশেদপুর।যেখানে আইএসএল জয়ী দল এটিকে মোহনবাগান কে ধরাশায়ী করে দেয় ঋত্বিকরা। একটা সময় তাদের কেই এবার সুপার কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হলেও শেষ টা তেমন হয়নি। সেমিফাইনালে আটকে গিয়েছিল দলের যাত্রা তবে সেইসব এখন অতীত।

আগত নতুন মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব। প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরাতে এবার এক সার্বিয়ান উইঙ্গারকে এবার দলে টানল জামশেদপুর। তিনি অ্যালেন স্টেভানোভিচ। আগত দুইটি মরশুমের জন্য এই তারকা ফুটবলার কে দলে টেনেছে আইএসএলের এই ক্লাব। একটা সময় ইতালির অন্যতম জনপ্রিয় দল ইন্টার মিলানের যুব দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে এসি রোমার মতো একাধিক জনপ্রিয় দলের হয়ে ফুটবল খেলেছিলেন তিনি। এবার এই অভিজ্ঞ ফুটবলারের উপরেই ভরসা রাখল জামশেদপুর দল।